কলকাতা: ভোট, রাজনীতির বাইরেও তার একটা অন্য পরিচয় সেটি হল মানবিকতা। সে যেই ঝড়ই হোক না কেন নিজের সুন্দরবনকে বাঁচাতে প্রতিবারই কান্তি বুড়ো পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমে পড়েন। তাই প্রতিবারের মতন এবারেও অন্যথা হলনা। “যশ” এগিয়ে আসার আগেই কান্তি গঙ্গোপাধ্যায়কে দেখা গেলো মানবিক রূপে। অথচ চলতি মাসেই তিনি কিনা ভোটে হেরেছেন, কিন্তু এখন রাজনীতি নিয়ে বসে থাকার সময় নয়। রাগ, দুঃখ ভুলে এগিয়ে এলেন সুন্দরবন রক্ষায়।
আরও পড়ুন- ক্রমেই বাড়ছে যশের ধ্বংসলীলা! রাজ্যের ১০ জেলায় নামানো হল সেনাবাহিনী
এর আগে যতোবারই ঝড় হয়েছে প্রতিবারই কান্তিবাবুর এই মানবিক দিক দেখেছে গোটা সুন্দর বন। কাজ বা রাজনীতির বাইরেও বিপদ আসার আগে তিনি যেভাবে মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন তাতে স্বাভাবিকভাবেই একটি আবেদনমূলক দিক তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। গতকালই ঝড় মোকাবিলায় নিজের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে কান্তি বাবু বলেন, “এটা একটা জেটির উপর দাঁড়িয়ে আছি। এখন উত্তর-পূর্ব দিক থেকে হাওয়া দিচ্ছে। জেটির উপর এখন প্রায় এক ফুট জল হয়েছে। আরও এক ঘণ্টা ২০ মিনিট জোয়ারটা চলবে। স্বাভাবিকভাবে এক ফুট জল বাড়বে। কাল ১০ টা ৪৫ মিনিটে চন্দ্রগ্রহণ। তখন যদি ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার বেগে পূর্ব, উত্তর-পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে হাওয়া দেয়, তাহলে বাঁধ ভাঙবেই। অনেক গ্রামই প্লাবিত হবে।” আপাতত নেট পাড়ায় ভাইরাল হয়েছে কান্তি গঙ্গোপাধ্যায়ের এই মানবিক ভিডিও। নেটিজেনদের অনেকেই জানিয়েছেন এটিই প্রথম নয়, এর আগে বহুবারই ঝড়ে তিনি এভাবেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।