বালেশ্বর: যত সময় যাচ্ছে ততই শক্তি হারাচ্ছে যশ৷ ওড়িশার বালেশ্বর অতিক্রম করে উত্তর-পশ্চিম হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করার কথা এই মারমুখী ঝড়ের। এর পরে আরও শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়। তবে যশের শক্তি কমে গেলেও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তবে আজ বৃষ্টি হলেও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে এই ঝড়বৃষ্টি কমবে বলেই জানিয়েছে মৌসম ভবন।
আরও পড়ুন- শুক্রবার যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যাবেন মুখ্যসচিবও
এমনকি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাসহ আরো বেশকিছু জায়গায় রয়েছে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা। অতিরিক্ত ১০টি জাতীয় বিপর্যয় মোকবিলা টিম নিয়ে মোট ৪৫টি টিম রাজ্যে মোতায়েন করা হয়েছে। পুলিশি তরফে প্রত্যেক গ্রামবাসীদের নদী থেকে নিরাপদ দূরত্বে সরানোর ব্যবস্থাও চলছে। সকাল থেকেই যে পরিমাণ হাওয়া বইছে তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দীঘার একাধিক এলাকা। অন্যদিকে সমুদ্রের জল বেড়ে একাধিক এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তা এবং দোকানের একাংশও এখন জলের তলায় রয়েছে। তবে এই ঝড়ে ঠিক কতটা ক্ষতি হয়েছে তা পরিস্থিতি স্বাভাবিক না হলে বলা সম্ভব হচ্ছে না।