জলমগ্ন চেতলা! ভরা কোটালে আদি গঙ্গার জলই এখন চিন্তায় ফেলছে স্থানীয় মানুষকে

জলমগ্ন চেতলা! ভরা কোটালে আদি গঙ্গার জলই এখন চিন্তায় ফেলছে স্থানীয় মানুষকে

কলকাতা: ভরা কোটালে ফুলে ফেপে উঠল আদি গঙ্গা। ইতিমধ্যেই আদিগঙ্গার জলে জলমগ্ন হয়ে পড়েছে চেতলার একাধিক এলাকা। বেলা গড়াতেই একটু একটু করে জল বাড়তে শুরু করে এবং বেশ কয়েকটি নীচু জায়গায় জল ঢুকতে শুরু করে।

আরও পড়ুন- ধীরে ধীরে শক্তি হারাচ্ছে যশ, তবে রাত পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি

এমনকী অনেকের ঘরেও জল ঢুকে গিয়েছে। ভরা কোটালের জল ঢুকে পড়ায় ইতিমধ্যেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে চেতলার বাসিন্দাদের মধ্যে। তাদের মধ্যে অনেকেই বলছেন বৃষ্টি হওয়ার আগেই বাড়িতে জল ঢুকে গেল, এরপর রাতে যদি বৃষ্টি হয় তাহলে চিন্তার বিষয়। কী করে জল বের করা যায় সেই নিয়ে যথেষ্ট সমস্যায় পড়েছেন চেতলা বাসিন্দারা। তবে এখনো এই বিষয়ে পৌরসভার মত মেলেনি। অন্যদিকে মৌসম ভবন সূত্রে খবর মিলেছে আজ বিকেল থেকে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হতে পারে। তবে সেক্ষেত্রে জমা জল কিভাবে নিকাশ করা সম্ভব তাও বলা সম্ভব হচ্ছে না। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাসহ আরো বেশকিছু জায়গায় রয়েছে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা। এমনকী বিপদ এড়ানোর জন্য কলকাতায় সব উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে আজ সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে কলকাতা বিমানবন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *