নয়াদিল্লি: নতুন সিবিআই ডিরেক্টর হলেন আইপিএস সুবোধ কুমার জয়সওয়াল। সোমবার এই নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। সেই বৈঠকেই সিবিআইয়ের নয়া ডিরেক্টর নির্বাচিত হয়েছেন। তারপর মঙ্গলবার অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেটের পক্ষ থেকে সুবোধ কুমারকে নিয়োগ করার কথা জানানো হয়।
গত ফেব্রুয়ারি মাসে দুই বছরের মেয়াদ শেষ করে সিবিআইয়ের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ান আর কে শুক্লা। তারপর থেকে অস্থায়ীভাবে ওই পদের দায়িত্ব সামলান অতিরিক্ত ডিরেক্টর প্রবীন সিংহ। সোমবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টর নিয়োগের জন্য বৈঠক বসে। সেই বৈঠকে মোট তিনজনের নাম উঠে আসে পরবর্তী ডিরেক্টর হিসেবে। সীমা সুরক্ষা বলের ডিজি রাজেশ কুমার চন্দ্র, স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব বিএসকে কৌমুদি এবং সিআইএসএফের ডিরেক্টর জেনারেল সুবোধ কুমার জয়সওয়াল। তার মধ্যে শেষ পর্যন্ত সুবোধ কুমারের নাম নির্বাচিত হয়। প্রসঙ্গত, মহারাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ সালের ব্যাচের আইপিএস অফিসার সুবোধ কুমার জয়সওয়াল।