নিউইয়র্ক: এই খবর আতঙ্কের নয়, বরং অনেক সময় পর স্বস্তির খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালের এক সমীক্ষা বলছে, যেসব রোগীরা ভাইরাস আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন, তাদের শরীরের করোনাভাইরাস অ্যান্টিবডি ইতিমধ্যেই তৈরী হয়ে গিয়েছে যা তাদের সুরক্ষা দেবে কমপক্ষে ৫ মাস। ভ্যাকসিন তৈরীর আগে এই খবর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
জার্নাল সাইন্সে প্রকাশিত খবর অনুযায়ী, প্রায় ৭৩,০০০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগীর ওপর এই সমীক্ষা চালানো হয়েছিল। যা করেছে মাউন্ট সিনাই হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, ৩০,০০০ জন রোগীদের শরীরে ভাইরাসের অ্যান্টিবডি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়ে তাদের কমপক্ষে ৫ মাস ধরে সুরক্ষিত রেখেছে। এই অ্যান্টিবডির জন্য তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়েছে। এই সমীক্ষার রিপোর্ট করোনাভাইরাস ভ্যাকসিন আবিষ্কারের দিকে ইঙ্গিত দিচ্ছে তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কারণ এই রিপোর্টের ওপর ভিত্তি করে অনায়াসেই গবেষণা চালাতে পারেন বিজ্ঞানী এবং গবেষকরা।
বিগত কয়েক মাস ধরেই বিশ্বের বিভিন্ন দেশ করোনাভাইরাস ভ্যাকসিন তৈরি করার চেষ্টায় লেগে রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো দেশ সাফল্য পায়নি। একাধিক ভ্যাকসিন বিভিন্ন পর্যায়ের ট্রায়ালে রয়েছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত কোনো টাই আশানুরূপ ফল দিতে পারেনি। যদিও বেশ কিছু সময় আগে রাশিয়া দাবি করেছিল তারা বিশ্বের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছিল। যদিও বিশ্বের বিভিন্ন দেশ সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাশিয়ার ভ্যাকসিনকে সবুজ সঙ্কেত দেয়নি। এদিকে ভারতের কমপক্ষে তিনটি ভ্যাকসিন চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে রয়েছে। আগামী বছর জুন মাসের মধ্যে ভ্যাকসিন বেরিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৮ হাজার ৬৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় দেড় হাজার কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ লক্ষ ৮৮ হাজার ৮৫১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। যা গত কয়েকদিনের তুলনায় বেশি। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২১ হাজার ৯০ জন।