ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের তালিকা ঘোষণা নবান্নের! মিলবে ৩০ হাজার টাকা

ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের তালিকা ঘোষণা নবান্নের! মিলবে ৩০ হাজার টাকা

কলকাতা: ঘূর্ণিঝড় যশের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করতে রাজ্য সরকার দুয়ারে ত্রাণ প্রকল্পে তাদের ন্যূনতম এক হাজার ও সর্বোচ্চ আড়াই হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ আজ নবান্ন থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷

ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া বাড়ি সংস্কারে এককালীন কুড়ি হাজার ও আংশিক ক্ষতিগ্রস্থদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ গৃহপালিত পশুর মধ্যে গরু ও মহিষের মৃত্যু হলে ৩০ হাজার, ছাগল-ভেড়া- শুয়োরের মতো পশু খামার নষ্ট হলে ৩০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে৷ ক্ষতিগ্রস্থ পান বরজের জন্যে পাঁচ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে৷ পুরো ভেঙে যাওয়া নৌকা সারানোর জন্য পাঁচ হাজার ও আংশিক ভাবে ক্ষতিগ্রস্থ মৎসজীবীদের ৫০০ টাকা করে দেওয়া হবে৷ জাল কিনতে দুই হাজার ৬০০ টাকা করে দেবে রাজ্য সরকার৷ তাতির গুদামঘর ক্ষতিগ্রস্থ হলে এককালীন দশ হাজার টাকা দেওয়া হবে৷

উল্লেখ্য, এই প্রকল্পে আগামী তিন থেকে ১৮ জুন ক্ষতিগ্রস্থদের কাছ থেকে সরাসরি আবেদন গ্রহণ করা হবে৷ ১৯ থেকে ৩০ জুন সেই আবেদন খতিয়ে দেখা হবে৷ পয়লা জুলাই থেকে ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − seven =