বারাণসী: কোভিড নেগেটিভ হওয়া সত্ত্বেও কোভিড পজিটিভ কন্যাসন্তানের জন্ম দিলেন এক প্রসূতি। করোনার দ্বিতীয় ঢেউয়ে এহেন সংক্রমণের খবরে বাড়ছে উদ্বেগ। উত্তরপ্রদেশের বারাণসীর এই ঘটনা ঘিরে রীতিমতো তৈরি হয়েছে চিন্তা।
খবরে প্রকাশ, গত ২৪ মে কন্নট এলাকার বাসিন্দা বছর ২৬-এর এক প্রসূতি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এসএস হাসপাতালে ভর্তি হন। সন্তান প্রসবের আগে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট মেলে নেগেটিভ। সবকিছু ঠিকঠাক থাকায় গত ২৫ মে প্রসব করানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ কন্যাসন্তানের জন্ম দেন তিনি৷ পরে, চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, ওই সদ্যোজাতের করোনা হয়েছে৷ গোটা ঘটনায় চিকিৎসকরাও অবাক হয়ে যান৷ মা নেগেটিভ, শিশু পজিটিভ হল কীভাবে? উত্তর খুঁজছেন চিকিৎসকরা৷ আগামী কয়েকদিন মা ও শিশু দু’জনেরই ফের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের সুপার জানিয়েছেন, এটা কোনও বিরল ঘটনা নয়। কেননা, আরটি-পিসিআর টেস্টে ৭০% পর্যন্ত সংক্রমণ ধরা পড়ে৷ হতে পারে ওই মহিলার করোনা আক্রান্ত থাকা সত্ত্বেও ওই টেস্টে তা ধরা পড়েনি৷ ফলে, আবার নতুন করে টেস্ট করা হবে৷ অবশ্য শিশু করোনা আক্রান্ত হলেও মা ও সদ্যোজাত ভালোই আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷