SSKM থেকে বাড়ি ফেরার পথে ফের অসুস্থ মদন মিত্র

SSKM থেকে বাড়ি ফেরার পথে ফের অসুস্থ মদন মিত্র

527d6741c3360dcffc7d5f706cfa070e

কলকাতা:  হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে ফের অসুস্থ মদন মিত্র৷ কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন মিলেছিল আগেই৷ রবিবার দুপুরে এসএসকেএম থেকে ছাড়া পান তিনি৷ কিন্তু বাড়ি ফেরার আগেই ফের শুরু হয় শ্বাসকষ্ট৷ দেওয়া হল অক্সিজেন, ইনহেলার৷ 

আরও পড়ুন- খোস মেজাজে গান গেয়ে হাসপাতাল ছাড়লেন মদন মিত্র, আদালতকে কৃতজ্ঞতা বিধায়কের

এদিন বাড়ির কাছে পৌঁছেই অসুস্থ বোধ করেন কামারহাটির বিধায়ক৷ তাঁকে ইনহেলার নিতে হয়৷ দেওয়া হয় অক্সিজেনও৷ এদিন এসএসকেএম থেকে খোশ মেজাজেই বেরিয়েছিলেন তিনি৷ নিজের মেজাজে একের পর এক গানও করেন তিনি৷ এর পর হুডখোলা গাড়িতে রওনা দেন বাড়ির উদ্দেশে৷ চালকের আসনে নিজেই বসে পড়েন কামারহাটির বিধায়ক৷ পথে একটি মাজারে চাদরও চড়াল তিনি৷ সেখান থেকে যান হরিশ মুখার্জী রোডের গুরুদ্বারে৷ সেখানে প্রার্থনা সেরে একটি মঞ্চে বক্তব্য রাখার সময় অসুস্থ বোধ করেন তিনি৷ মদন মিত্র ছাড়া পাওয়ার আনন্দে তাঁর অনুগামীরাই এই মঞ্চ তৈরি করেছিলেন৷ কিন্তু সেখানে বলতে উঠেই ঘটে বিপত্তি৷ বক্তব্য রাখার মাঝেই অসুস্থ বোধ করেন তিনি৷ সঙ্গে সঙ্গে তাঁকে বাড়ির কাছে নিয়ে যাওয়া হয়৷ একটি চেয়ারে বসিয়ে তাঁকে অক্সিজেন ও ইনহেলার দেওয়া হয়৷ অক্সিজেন স্যাচুরেশন ও সুগারও টেস্ট করা হয়৷ অসুস্থ হওয়ায় মদন মিত্র জানান, আজ তিনি কামারহাটি যেতে পারবেন না৷ 

অনুগামীদের আবেগের কথা ভেবেই মঞ্চে বলতে উঠেছিলেন মদন মিত্র৷ পরে তাঁকে বাড়ি নিয়ে আসা হয়৷ প্রচণ্ড শ্বাসকষ্ট রয়েছে তাঁর৷ মদনবাবু বলেন, ‘‘প্রচণ্ড রোদ রয়েছে৷ রোদটা কতটা শক্তিশালী তা বুঝতে পারিনি৷ রোদ উপেক্ষা করে মনের জোড়ে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেছিলাম৷ আজই ৫ হাজার মানুষের কাছে যাওয়ার কথা ছিল৷ কিন্তু দুর্ভাগ্য আমি যেতে পারিনি৷’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *