সরকারি কর্মীদের করোনা সংক্রান্ত বিমার টাকা বন্ধ করেছে রাজ্য, বিস্ফোরক দিলীপ

সরকারি কর্মীদের করোনা সংক্রান্ত বিমার টাকা বন্ধ করেছে রাজ্য, বিস্ফোরক দিলীপ

de0b3f74061ba666755b2623a6b79233

কলকাতা:  বিধানসভা ভোটের পর এই প্রথম দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসে বিজেপি৷ ভোট পরবর্তী হিংসাই ছিল এদিনের আলোচনার মূল্য বিষয়বস্তু৷ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ ঘোষ৷ 

আরও পড়ুন- তৃণমূলের হয়ে কুৎসা করেছি, ‘ভুল স্বীকার’ করে টোটোয় প্রচার বিজেপি কর্মীর

বঙ্গ বিজেপি সভাপতি বলেন, রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা বাড়ছে৷ মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে চেয়েও তাঁর সাক্ষাৎ পাওয়া যায়নি৷ সাড়ে ৬ হাজার ঘটনার কথা উল্লেখ করলেও, সরকার কোনও পদক্ষেপ করেনি৷ আদালতের নির্দেশের পরেও রাজ্য নিশ্চুপ৷ তিনি জানান, এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়েছে৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকেও অবহিত করা হবে বলে জানান দিলীপ ঘোষ৷ 

তিনি জানান, কোভিড পরিস্থিতিতে ইতিমধ্যেই ছোট ছোট করে ব্লক স্তরে ধর্না কর্মসূচি শুরু হয়েছে৷  ভোট পরবর্তী হিংসা, পুলিশি নিষ্ক্রীয়তা এবং ভ্যাকসিন নিয়ে যে রাজনীতি হচ্ছে, তার প্রতিবাদেই এই ধর্না৷ ২৩ জুন থেকে শুরু হবে রাজ্যব্যাপী আন্দোলন৷ তাঁর অভিযোগ বিরোধী শূন্য করার রাজনীতি শুরু করেছে তৃণমূল৷ 

বঙ্গ বিজেপি সভাপতির বিস্ফোরক অভিযোগ, গত বছর করোনা পরিস্থিতিতে যে সকল স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছিল তাঁদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার৷ এর পরেই রাজ্য সরকারের তরফেও ক্ষতিপূরণ ঘোষণা করা হয়৷ রাজ্য সরকারের যে সকল কর্মী আক্রান্ত হবেন তাঁদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল৷ কিন্তু কয়েকজনকে দেওয়ার পর তা বন্ধ হয়ে হয়৷ দিলীপ ঘোষের অভিযোগ, সরকারি কর্মীদের করোনা সংক্রান্ত বিমার টাকা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার৷  
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *