‘বাংলার মীরজাফর, উনি মৃত, মস্তক মুণ্ডন করব’, মুকুল নিয়ে বিস্ফোরক সৌমিত্র

‘বাংলার মীরজাফর, উনি মৃত, মস্তক মুণ্ডন করব’, মুকুল নিয়ে বিস্ফোরক সৌমিত্র

কলকাতা:  মুকুল রায়ের তৃণমূলে প্রত্যার্পনকে কেন্দ্র করে তোলপাড় রাজ্যরাজনীতি৷ উঠেছে সমালোচনার ঝড়৷ তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় বলেন, ‘‘তাসের ঘরের মতো ভেঙে পড়বে বিজেপি৷ আজকের ঘটনা সেই শেষের শুরু৷’’ অন্যদিকে, পাল্টা আক্রমণ শানিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷ 

আরও পড়ুন-‘আবর্জনা দূর করুন’ ডাক বৈশালীর, বঙ্গ বিজেপি’র অস্বস্তি বাড়ালেন ‘বেসুরো’ অনুপম

এদিন সৌমিত্র বলেন, ‘‘আমরা মহাভারতের যুদ্ধে দেখেছিলাম দ্রোণাচার্যের শিষ্য ছিলেন অর্জুন৷ কিন্তু দ্রোণাচার্য অশ্বথামাকে সঙ্গে নিয়ে দুর্যোধনের সঙ্গে যুদ্ধে নেমেছিলেন৷ তাই অর্জুনের হাতে নিধন হয়েছিল তাঁর৷ কারণ অর্জুন ছিলেন ধর্মের সঙ্গে, শ্রীকৃষ্ণের সঙ্গে৷ আমাদের শ্রীকৃষ্ণ নরেন্দ্র মোদীজি৷’’ তিনি আরও বলেন, ‘‘মোদীজিকে সঙ্গে নিয়ে সোনার বাংলা তৈরি করব এই অঙ্গীকার নিচ্ছি৷ আর আগামীকাল ১০টা থেকে ১১টার মধ্যে মস্তকমু্ন্ডন করব৷ কারণ আমি এতদিন মুকুলবাবুর মতো মীরজাফরের সঙ্গে ছিলাম৷ আমি ওঁনাকে বাংলার মীরজাফর বলে মনে করি৷ বাংলার রাজনীতিতে উনি মৃত৷’’ 

সৌমিত্র আরও বলেন, ‘‘ উনি রাজনীতির চাণক্যহলে ছেলেকে বীজপুর থেকে জেতাতে পারতেন। মীরজাফররা কখনো ভাল হতে পারে না। এই মিরজাফর বাংলার অনেক ক্ষতি করবে। তৃণমূল কংগ্রেস বাংলাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে৷ এটাই তার প্রমাণ৷’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + thirteen =