ধৃত চিনা নাগরিক আদতে ‘ভয়ঙ্কর অপরাধী’, ৬ দিনের পুলিশি হেফাজতে চলবে জেরা

ধৃত চিনা নাগরিক আদতে ‘ভয়ঙ্কর অপরাধী’, ৬ দিনের পুলিশি হেফাজতে চলবে জেরা

9239d7a96b60bb603bb37112b107c102

কলকাতা:  গত বৃহস্পতিবার মালদায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে হান জুনওয়ে নামে এক চিনা নাগরিককে গ্রেফতার করেছিল বিএসএফ। হান জুনওয়ে একজন ভয়ঙ্কর অপরাধী, বিবৃতি দিয়ে জানাল বিএসএফ৷ ধৃত চিনা নাগরিক একজন সাইবার বিশেষজ্ঞ৷ ২০২০ সালে ৮ কোটি টাকা দিয়ে গুরুগ্রামে একটি হোটেল কিনেছিলেন তিনি৷ একাধিক ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ শনিবার তাঁকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে মালদা জেলা আদালত৷ 

আরও পড়ুন- ‘জল ছাড়া মাছ বাঁচে না, দিদিকে ছাড়া আমি বাঁচব না’ দলে ফেরার ‘কাতর’ আর্তি সোনালীর

গতকাল রাজ্য পুলিশের হাতে হান জুনওয়েকে তুলে দেয় বিএসএফ৷ বেআইনি ভাবে ভারতে প্রবেশের অপরাধে আজ আদালতে পেশ করা হয় তাঁকে৷ হানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের হেফাজতে চায় পুলিশ৷ তবে আদালত ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে৷ ধৃত চিনা নাগরিকের হয়ে আদালতে লড়ছেন আইনজীবী জ্ঞানেন্দ্র দেবাং৷ এদিন আদালতে সওয়াল জবাব চলার সময় জ্ঞানেন্দ্র দেবাং ৭ দিনের পুলিশি হেফাজতের বিরোধিতা করেন৷ তবে জামিনের আর্জি তিনি জানাননি৷ দুইপক্ষেই আইনজীবীর সওয়াল জবাব শোনার পরেই তাঁকে ৬ দিনের হেফাজত দেওয়া হয়৷ 

হানের আইজীবী বলেন, ‘‘হানের কাছে বাংলাদেশের ভিসা আছে৷ ভারত-বাংলাদেশের ওই সীমান্তবর্তী এলাকায় গ্রাম ও নদী রয়েছে৷ কোনও কাঁটা তার ছিল না৷ একজন চিনা মানুষ কী ভাবে বুঝবে যে কোনওটা ভারত, কোনটা বাংলাদেশ? ফটো তুলতে তুলতে ভিরতে ঢুকে পড়েছে৷’’  অন্যদিকে, ‘‘মালদার পুলিশ সুপার বলেন,  ‘‘বিএসএফ আমাদের হাতে ওই চিনা নাগরিককে তুলে দিয়েছে৷ তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা করা হয়েছে৷ কী ভাবে উনি ভারতী সীমান্তে পৌঁছলেন, তা জেরা করে দেখা হবে৷’’ এখনও পর্যন্ত ওই চিনা নাগরিকের কাছ থেকে পাসপোর্ট, ল্যাপটপ এবং তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *