রাজীব-কুণাল ‘সৌজন্য সাক্ষাৎ’ ঘিরে জল্পনা, ‘ঘরে’ ফিরছেন রাজীব?

রাজীব-কুণাল ‘সৌজন্য সাক্ষাৎ’ ঘিরে জল্পনা, ‘ঘরে’ ফিরছেন রাজীব?

 

কলকাতা: দলবদল নিয়ে চলতে থাকা জল্পনার মাঝেই কুণাল ঘোষ -রাজীব বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ। শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের বাড়িতে হাজির হন এই বিজেপি নেতা।  বিধানসভা নির্বাচনের পর থেকেই যিনি ‘বেসুরো’ গাইছিলেন। মুকুল রায়ের তৃণমূলে যোগদানের পরদিনই কুণাল ঘোষের সঙ্গে তাঁর সাক্ষাৎ ফের ‘কামব্যাক’ চর্চাকেই জোরালো করছে মত বিশেষজ্ঞদের।

যদিও, এই সাক্ষাতে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয় নি বলেই দাবি কুণাল-রাজীবের। দেড় ঘন্টার আলোচনা পর্বকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বই বিতর্ক এড়িয়েছেন দুই শিবিরের দুই নেতা। কুণাল ঘোষ জানান,এটা সৌজন্য সাক্ষাৎ। রাজীব পুরনো পরিচিত। এক অসুস্থ আত্মীয়কে দেখতে এসে আমার সঙ্গে ফোনে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। একই কথা জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও।

মুকুল রায়ের দলবদলের পর অন্যান্য যে সব নেতার বিজেপি ছেড়ে তৃণমূলে আসা নিয়ে জল্পনা শুরু হয়েছে তাদের মধ্যে অন্যতম নাম রাজীব বন্দ্যোপাধ্যায়। যদিওবা, ডোমজুরের প্রাক্তন বিধায়কের প্রত্যাবর্তনের জল্পনা ছড়াতেই বিরোধিতায় নেমেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। সলপ, বাঁকড়া জুড়ে রাজীব বিরোধিতায় ইতিমধ্যেই পোস্টার পড়েছে । কর্মীদের পাশে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমোর কাছে একই আবেদন রেখেছেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও। হাজারো বিরোধিতার মাঝে কুণাল ঘোষের বাড়িতে রাজীবের পদার্পন , দেড় ঘন্টার শনিবাসরীয় আড্ডা নিছকই সৌজন্য নয় বলে মনে করছে রাজনৈতিক মহল।            
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *