হার নিশ্চিত জেনে ‘ভোট চুরি’র তত্ত্ব ট্রাম্পের, আদালতে যাওয়ার হুঁশিয়ারি

হার নিশ্চিত জেনে ‘ভোট চুরি’র তত্ত্ব ট্রাম্পের, আদালতে যাওয়ার হুঁশিয়ারি

ebdca5e71698276712a18ee127a2a511

ওয়াশিংটন: প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন৷ ডোনাল্ড ট্রাম্পের পরাজয় প্রায় নিশ্চিত৷ চূড়ান্ত ফল ঘোষণার আগে ভোটে কারচুপির অভিযোগ তুললেন ট্রাম্প৷  এদিন টুইট করে মার্কিন প্রেসিডেন্ট জানান, খুব শীঘ্রই এই বিষয়ে বিবৃতি দেবেন তিনি৷ যদিও এখনও পর্যন্ত ভোটে কারচুপির কোনও অভিযোগ মেলেনি৷ 

আরও পড়ুন- ‘বন্ধু’ জো বিডেনের জয়ে কতটা প্রভাব পড়বে ভারত-মার্কিন সম্পর্কে?

পেনসিলভ্যানিয়া, উইসকনসিন, মিশিগান, নর্থ ক্যারোলিনা এবং অ্যারিজোনা সহ বেশ কয়েকটি প্রদেশের ফল এখনও প্রকাশিত হয়নি৷ মেল-ইন ভোটিংয়ের জন্য ভোট গণনায় বাড়তি সময় লাগছে৷ পেনসিলভ্যানিয়ার আধিকারিকরা জানিয়েছেন, ভোট গণনা শেষ হতে গোটা দিন লেগে যেতে পারে৷ পেনসিলভ্যানিয়ার উপর হয়তো নির্ভর করে থাকবে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল৷ এরই মধ্যে টুইট করে ট্রাম্প বলেন, ‘‘আমরাই এগিয়ে রয়েছি৷ কিন্তু ওঁরা ভোট চুরি করার চেষ্টা চালাচ্ছে৷ আমরা ওঁদের এটা করতে দিতে পারি না৷ নির্বাচন শেষ হওয়ার পর আর ভোট দেওয়া যায় না৷’’ সুবিচারের দাবিতে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি৷ তাঁর এই টুইট  নিমেষে ভাইরাল হয়ে যায়৷ 

আরও পড়ুন- কাজে এল না ‘আবকি বার, ট্রাম্প সরকার’ স্লোগান! হোয়াইট হাউজের পথে জো বিডেন

এখনও পর্যন্ত ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিজেন৷ উইসকনসিন, অ্যারিজোনা এবং পেনসিলভ্যানিয়ায় অর্ধেক ভোটও গণনা হয়নি৷ তবে এখনও পর্যন্ত যা ফল তাতে এগিয়ে রয়েছেন ট্রাম্প৷ অন্যদিকে, জয়ের বিষয়ে আশাবাদী বিডেনও৷ তিনি নিশ্চিত, পেনসিলভ্যানিয়া থেকে জিতবে ডেমোক্র্যাটরাই৷ এই মুহূর্তে জো বিডেন ২২৩ টি আসনে জিতছেন, ট্রাম্প পেয়েছেন ১৪৫টি আসন। জয়ের জন্য পৌঁছতে হবে ২৭০-এর ম্যাজিক ফিগারে৷ তবে কোনও সাক্ষ্য প্রমাণ ছাড়াই বুধবার সকালে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলেন ট্রাম্প৷ তিনি এও বলেন, ‘‘বড়সড় জয়ের পর রাতে এই বিষয়ে বিবৃতি দেব আমরা৷’’  

এর আগে বিডেন বলেছিলেন, ‘‘আমাদের অবস্থান দেখে ভালো লাগছে৷ আমাদের ধৈর্য ধরতে হবে৷ প্রতিটি ভোট গণণা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে৷’’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *