জলদাপাড়া: ছোট্ট হাতির কেরামতি! তৃষ্ণা মেটাতে দারুণ বুদ্ধি লাগাল সে৷ পৌঁছে গেল নলকূপ বা টিউবওয়েলের সামনে৷ ভাবছেন হয়তো, পৌঁছে না হয় গেল, কিন্তু কী ভাবে জল খাবে সে? এখানেই তো কেরমতি৷ ছোট্ট শুঁর টিউবওয়েলের হাতলে পেঁচিয়ে নিজেই পাম্প করে জল খেল সে৷ তৃষ্ণার্ত আপ্পুর বুদ্ধি দেখে আপ্লুত নেট পাড়া৷ মন ছুঁয়ে গিয়েছে পশু প্রেমীদের৷ তাঁর কীর্তি পোস্ট হতেই ভাইরাল৷ হাতির তাণ্ডবে বহুবার নষ্ট হয়েছে ফসল৷ লোকালয়ে ঢুকেও তছনছ করেছে তারা৷ কিন্তু এসবের মাঝেই উঠে এল বাচ্চা হাতির মিষ্টি কাণ্ড৷
আরও পড়ুন- বিকাশরঞ্জনের পোস্টে প্রশ্নের মুখে জোট ভবিষ্যৎ, কৈফিয়েত তলব কংগ্রেসের
এই ছোট্ট হাতিটির বয়স মাত্র ৯ মাস৷ জলদাপাড়া সেন্ট্রাল পিলখানায় জন্ম হয় তার৷ এদিন খেলতে খেলতে আপ্পু মহারাজ ঢুকে পড়েছিল লোকালয়ে৷ আলিপুরদুয়ারের মাদারিহাট নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছে টিউবওয়েলটি দেখতে পায় সে৷ ঠিক করে নিজেই জল পাম্প করে খাবে৷ ভাবনা মতোই কাজ৷ নিজেই টিউবওয়েলের হাতলে টান দিয়ে তৃষ্ণা নিবারণ করে নেয় হাতিটি৷ তার এই কাণ্ডকারখানা চোখে পড়তেই তা ভিডিয়ো করে নেয় স্থানীয় মানুষ৷ ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, টিউবওয়েলের হাটি টিপটেই জল বেরিয়ে আসছে৷ আর তড়িঘড়ি সেই জল শুঁড়ে নিয়ে মুখে পুড়ে দিচ্ছি৷ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট হতেই তা ভাইরাল৷ হাতিটির মাকেও উদ্ধার করে জলগাপাড়া সেন্ট্রাল পিলখানায় নিয়ে আসা হয়েছে৷
উত্তরবঙ্গে হিমালয়ের পাদদেশে তোর্সা নদীর তীরে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত জলদাপাড়া ন্যাশনাল পার্ক৷ বিভিন্ন ধরনের গাছপালা ও প্রাণীকুলের জন্য ১৯৪১ সালে এটিকে অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়৷ এই পার্কটি একশৃঙ্গ গণ্ডারের জন্য পরিচিত৷ গণ্ডার ছাড়াও এখানে চিতাবাঘ, হাতি, সাম্বার, বিভিন্ন ধরনের হরিণ, বন্য শুকর রয়েছে৷ রয়েছে বিভিন্ন প্রজাতির রং-বেরঙের পাখি৷