ওবামার রেকর্ড ভাঙলেন জো বিডেন, পেলেন মার্কিন ইতিহাসের সর্বাধিক ভোট

ওবামার রেকর্ড ভাঙলেন জো বিডেন, পেলেন মার্কিন ইতিহাসের সর্বাধিক ভোট

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এক লাফে বহু এগিয়ে গিয়েছেন জো বিডেন৷ নির্বাচনে পিছিয়ে পড়ায় ‘ভোট-চুরি’র অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ নির্বাচনে ‘ভোট-চুরি’র অভিযোগ ট্রাম্প তুললেও নয়া ইতিহাস গড়লেন জো বিডেন৷ প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রাপ্ত ভোটের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট প্রার্থী বিডেন৷ জো বিডেন প্রথম প্রেসিডেন্ট পদপ্রার্থী, যাঁর ঝুলিতে গিয়েছে সব থেকে বেশি সংখ্যক ভোট৷

মার্কিন সংবাদসংস্থার দাবি, এর আগে সব থেকে বেশি পপুলার ভোট পেয়েছিলেন বারাক ওবামার৷ ২০০৮ সালে ওবামা পেয়েছিলেন ৬ কোটি ৯৪ লক্ষ ৯৮ হাজার ৫১৬ ভোট৷ বুধবার ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন ওবামার রেকর্ড ভেঙে দিয়েছেন৷ জো বিডেন পেয়েছেন ৭ কোটি ২১ লক্ষ ১০ হাজার ৯৫১ ভোট৷ ৫০ শতাংশ৷ এখনও পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৬ কোটি, ৮৬ লক্ষ ৪৩ হাজার ৫৪৪টি ভোট৷ ৪৮%৷ সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭০টি ইলেকটোরাল ভোট৷ বিডেন পেয়েছেন ২৬৪টি, ট্রাম্প ২১৪টি ইলেকটোরাল ভোট৷ তবে, মার্কিন নির্বাচনে খুব একটা গুরুত্ব থাকে না পপুলার ভোটে৷ প্রার্থীদের টার্গ থাকে ইলেকটোরাল ভোট দিকে৷ 

রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি সেনেট ও হাউসের ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে৷ রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাটরা এগিয়ে থাকলেও টক্কর দেখা গিয়েছে সেনেট এবং হাউস নির্বাচনে৷ সেনেটের ফলাফলে ডেমোক্র্যাটরা পেয়েছে ৪৮টি, ট্রাম্পের দল রিপাবলিকানরা পেয়েছে ৪৮টি৷ ম্যাজিক ফিগার ৫১৷ হাউসে ডেমোক্র্যাটরা পেয়েছে ২০৪টি, রিপাবলিকানরা পেয়েছে ১৯০টি৷ ম্যাজিক ফিগার এখানে ২১৮টি৷ সংখ্যায় ডেমোক্র্যাটরা এগিয়ে থাকলেও রিপাবলিকানদের সক্রিয়া, নতুন রাষ্ট্রপতির মাথা ব্যথার কারণ হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ কেননা, তিনটি জায়গায় জিতলে ডেমোক্র্যাটদের খুব সহজ হবে শাসককাজ চালাতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + six =