কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে কৃষকদের পাশে থাকার অঙ্গীকার করে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার গঠনের পর আজ সেই প্রতিশ্রুতি রাখলেন তিনি। এদিন নতুন ‘কৃষক বন্ধু’ প্রকল্পের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানান, সরকার গঠনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সরকার গঠনের পর এবার এটি আইনে পরিণত হচ্ছে মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর। আগে কৃষকরা একর প্রতি জমির ৫,০০০ টাকা করে পেতেন এখন পাবেন ১০,০০০ টাকা। এর পাশাপাশি ন্যূনতম ৪,০০০ টাকা করে মিলবে বলেও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, রাজ্যের প্রায় ৬০ লক্ষ মানুষ কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছেন। আগে তারা ৫,০০০ টাকা করে পেতে এবং ন্যূনতম পেতেন ২,০০০ টাকা। নতুন প্রকল্পে বছরে দু’বার একর প্রতি জমিতে ৫,০০০ টাকা করে মিলবে। মোট ১০,০০০ টাকা। এছাড়া যাদের অল্প মাত্রায় জমি রয়েছে, এক কাটা বা দু কাটা জমি রয়েছে, তারা বছরের ন্যূনতম ৪,০০০ টাকা করে পাবেন। এই প্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন যে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প অনেক কম সংখ্যক মানুষ সুবিধা পান। কিন্তু রাজ্য সরকারের এই প্রকল্পে ন্যূনতম ৬০ লক্ষ মানুষ সুবিধা পাবেন।
এদিকে আজ, আজ সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন যে আগামী জুলাই মাসের মধ্যে ফলাফল বেরিয়ে যাবে। এবং এর বিস্তারিত ঘোষণা আগামীকাল করে দেওয়া হবে। এই সংক্রান্ত সব কিছু ঘোষণা করবে শিক্ষা দফতর বলে জানান তিনি। উল্লেখ্য, পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ছাত্র-ছাত্রীদের কীভাবে মূল্যায়ন করা হবে তা এক সপ্তাহের মধ্যে জানানো হবে৷ সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আগামীকাল শিক্ষা দফতর ঘোষণা করবে বলেই এদিন স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷