অভিষেককে চড় মারার ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতার রহস্য মৃত্যু!

অভিষেককে চড় মারার ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতার রহস্য মৃত্যু!

 

তমলুক: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মেরে শিরোনামে আসা বিজেপি দেবাশিস আচার্যের রহস্য মৃত্যু৷ স্থানীয় বিজেপি নেতার  রহস্য মৃত্যু ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর৷ দেবাশিসের রহস্য মৃত্যুতে তৃণমূলের দিকেই আঙুল তুলেছে বিজেপি৷ কীভাবে মৃত্যু? তদন্ত শুরু করেছে পুলিশ৷

২০১৫ সালের ৪ জানুয়ারি পূর্ব মেদেনীপুরের চণ্ডীপুরের একটি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারেন পূর্ব মেদেনীপুরের তমলুকের বাসিন্দা দেবাশিস৷ ওই ঘটনায় দেবাশিসকে গ্রেফতার করে পুলিশ৷ জেলমুক্তির পর ওই যুবক যোগ দেন বিজেপিতে৷ ভোট পর্ব মেটার পর সদ্য বিজেপিতে যোগ নেওয়া যুবকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি চায়ের দোকানে গিয়েছিলেন তিনি। সেখানে অন্য কোনও বন্ধুর সঙ্গে সাক্ষাতের কথা ছিল তাঁর৷ হঠাৎ তিনি ওই চায়ের দোকান থেকে বেরিয়ে যান বলে জানিয়েছে দেবাশিসের অন্য এক বন্ধু৷ অভিযোগ, এরপর আর তাঁকে দেখা যায়নি৷ বুধবার রাতে বাড়িও ফেরেননি দেবাশিস৷ বৃহস্পতিবার সকালে তমলুক থানার সোনাপাটিয়া টোলপ্লাজার কিছুটা দূরে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ওই বিজেপি নেতার দেহ৷ পাঠানো হয় তমলুক হাসপাতালে৷ দুপুরে মৃত্যু হয় দেবাশিসের৷ প্রাথমিক তদন্ত শেষে পুলিশের অনুমান দুর্ঘটনায় মৃত্যু হয়ে থাকতে পারে৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে বিষয়টি৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

একুশের বিধানসভা নির্বাচনের আগেও দেবাশিসকে বিজেপি নেতা কনিষ্ক পাণ্ডার সঙ্গে একটি ফেসবুক লাইভে দেখা যায়। সেখানে অভিষেককে আক্রমণও করেন তিনি৷ প্রতিহিংসার কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ বিজেপির৷ পাল্টা তৃণমূলের দাবি, যদি খুন হয়ে থাকে, তবে কে বা কারা খুন করিয়েছে তার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন৷ -ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + six =