শিশু সুরক্ষায় উদ্বিগ্ন রাজ্য, তৃতীয় ঢেউ মোকাবিলায় গঠিত হল ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি

শিশু সুরক্ষায় উদ্বিগ্ন রাজ্য, তৃতীয় ঢেউ মোকাবিলায় গঠিত হল ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি

কলকাতা:  দ্বিতীয় ঢেউ সামাল দিয়ে দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ৫০ হাজারের নীচে নেমেছে৷ কিন্তু তৃতীয় ঢেউ অবসম্ভাবী বলছেন বিশেষজ্ঞরা৷ এই ঢেউয়ে আক্রান্ত হতে পারে শিশুরা৷ সেই আশঙ্কার কথা মাথায় রেখেই ১০ সদস্যের নতুন বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য সরকার৷ 

আরও পড়ুন- অভিষেকের অফিসে অভিজিৎ! এবার তুঙ্গে প্রণব-পুত্রের দল বদলের জল্পনা

১০ সদস্যের এই কমিটিতে রয়েছেন বিসি রায় শিশু হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পাল, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যোগীরাজ রায়, বিভূতি সাহা, এসএসকেএম হাসপাতালের অভিজিৎ চৌধুরী সহ মোট ছয় জন চিকিৎসক৷ এই কমিটির মাথায় থাকবেন স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা৷ শিশুদের জন্য রাজ্যের করোনা চিকিৎসার পরিকাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তৃতীয় ঢেউকে মাথায় রেখে স্বাস্থ্য দফতরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শুধুমাত্র শিশুদের জন্য রাজ্যে প্রায় ১০ হাজার কোভিড বেড রাখা হবে৷ সেই উদ্দেশে শুরু হয়েছে কাজ৷ এই কমিটির কাজ হবে তা তত্বাবধান করা৷

পাশাপাশি ক্রিটিক্যাল কেয়ার বেড, এইচডিইউ, ভেন্টিলেটর মিলিয়ে আরও প্রায় দেড় থেকে দুই হাজার বেডের ব্যবস্থা রাখা হচ্ছে৷ কোভিড মোকাবিলার প্রস্তুতি হিসাবে পরিকাঠামোগত পরিবর্তন করার যে ভাবনা নিয়েছে সরকার, সেই বিষয়টি দেখবে ১০ সদস্যের এই কমিটি৷ নির্দিষ্ট সময় অন্তর তাঁরা বৈঠক করবেন৷ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করবেন৷ কতটা কাজ হচ্ছে, তা খতিয়ে দেখার পর সরকারকে রিপোর্ট দেবেন৷ স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নেতৃত্বে কাজ করবে এই কমিটি৷ 

আরও পড়ুন-  BJP-র বিজয় রথ রুখতে পারবে না তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট, বোমা ফাটালেন পিকে

প্রসঙ্গত, সোমবার নবান্নের বৈঠকে তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, শিশুদের আদালা ভাবে খেয়াল রাখতে হবে৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন বাংলায় করোনা ভাইরাস সংক্রমণ অনেকটাই কমেছে৷ নির্বাচনের সময়ে প্রচুর বেড়ে গিয়েছিল। তৃতীয় ঢেউয়ের আগে সব রকমের ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 6 =