কলকাতা: বিশেষ কয়েকটি ক্ষেত্রে বিধি-নিষেধ লাগু হয়েছে রাজ্যে। সেই কারণেই এত দিন ধরে বন্ধ রয়েছে রাজ্যের তথা শহরের মন্দিরগুলি। তবে ইতিমধ্যেই জানা গিয়েছে যে কালীঘাট মন্দির খুলে গিয়েছে। এবার জানা গেল, খুলতে চলেছে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। গত ১৫ মে থেকে দক্ষিণেশ্বর মন্দির ভক্তদের প্রবেশ নিষেধ হয়ে যায়। বৃহস্পতিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা। ওই দিনই খুলবে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। তবে করোনা নিয়ম বিধি সমস্ত মানতে হবে ভক্তদের বলে স্পষ্ট জানান হয়েছে।
খবর, আপাতত সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত খুলবে মন্দির। তারপর আবার দুপুর তিনটে। সন্ধ্যারতির পরই মন্দিরের মূল দরজা বন্ধ করে দেওয়া হবে, তারপর আর ভক্তরা থাকতে পারবেন না। করোনার কথা মাথায় রেখে মূল মন্দিরে একসঙ্গে ২০ জনের বেশি কাউকে পুজো দিতে ঢুকতে দেওয়া হবে না বলেও জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এছাড়াও মন্দিরে ঢোকার আগে থাকবে থার্মাল চেকিংয়ের বন্দোবস্ত। পাশাপাশি, মন্দির চত্বরে ভিড় জমাতে দেওয়া হবে না। আগেই জানা গিয়েছিল যে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে কালীঘাট মন্দির কিন্তু গর্ভগৃহে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। রাজ্যের করোনা ভাইরাস সংক্রমণ নিম্নগামী হলেও এখনো পর্যন্ত পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না কেউ। সেই কারণেই মন্দিরের গর্ভগৃহে এখনই কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে কালীঘাট টেম্পেল কমিটি।
আরও পড়ুন- সিঁদুর পরে অসত্য তথ্য! নুসরতের বিরুদ্ধে তদন্তের দাবিতে স্পিকারকে চিঠি BJP সাংসদের
রাজ্য সরকার সংক্রমণ রোধে যে নিষেধাজ্ঞা জারি করেছিল তার জন্যই এতদিন বন্ধ ছিল মন্দির। তবে এখন ভক্ত এবং জনসাধারণের জন্য মন্দির প্রাঙ্গণ খুলে দেওয়া হলেও গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা জারি বহাল রাখা হয়েছে। তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে ও একাধিক নিয়মকানুন মানতে হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। করোনাভাইরাস নিয়ম বিধি মেনেই মন্দিরে ঢুকতে হবে এবং দূর থেকে দর্শন করে বেরিয়ে যেতে হবে।