সরকারের সঙ্গে ‘সুসম্পর্ক’ না থাকলে ঘটনা সম্ভব নয়! জাল টিকাকাণ্ডে সরব বাবুল-লকেট

সরকারের সঙ্গে ‘সুসম্পর্ক’ না থাকলে ঘটনা সম্ভব নয়! জাল টিকাকাণ্ডে সরব বাবুল-লকেট

কলকাতা: কসবায় নকল টিকা কেন্দ্রে নকল ভ্যাকসিন দেওয়ার ঘটনায় ধরা পড়েছেন দেবাঞ্জন দেব নামের এক ব্যক্তি। ইতিমধ্যেই এই ঘটনায় উত্তাল হয়েছে গোটা বাংলা সহ দেশ। এই দেবাঞ্জনের সঙ্গে রাজ্যের শাসক দলের একাধিক নেতার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বিজেপি এই ইস্যুতে সরব হয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে একহাত নিচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইতিমধ্যেই দাবি করেছেন যে রাজ্যে ভ্যাকসিন সিন্ডিকেট চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার এই ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায় তীব্রতর আক্রমণ করলেন রাজ্যের শাসক দলকে।

বাবুল এবং লকেটের মূল বক্তব্য, সরকারের নেতাদের সঙ্গে সুসম্পর্ক না থাকলে এই ধরনের ঘটনা কোনো ভাবেই ঘটানো সম্ভব নয়। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের অবিলম্বে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া উচিত। টুইট করে বাবুল সুপ্রিয় লিখেছেন, শাসকদলের বড় নেতাদের সঙ্গে সুসম্পর্ক না থাকলে এই ধরনের ঘটনা ঘটানো যায় না। অবিলম্বে পক্ষপাতিত্ব না করে ঘটনার তদন্ত করা উচিত এবং যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত। অন্যদিকে সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য,  এই ধরনের ঘটনা শাসক দলের সমর্থন ছাড়া কিছুতেই সম্ভব নয়। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এতটাই নিচে নেমে গেছে যে এখন এই মহামারীর সময় সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছে। উল্লেখ্য, কসবায় ১০ দিন ধরে ভুয়ো টিকাকরণ শিবির চলছিল। সেই কাণ্ড প্রকাশ্যে আসতেই রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।

আরও পড়ুন- লাগবে না গ্যারান্টার, স্টুডেন্টস ক্রেডিট কার্ডে মিলবে ১০ লক্ষ টাকা, অনুমোদন মন্ত্রিসভায়

ইতিমধ্যেই জানা গিয়েছে,  দেবাঞ্জন দেব বিগত এক বছর ধরে প্রতারণার পরিকল্পনা করেছিল। প্রথমে ঠিক করেছিল পিপিই কিট এবং মাস্কের ব্যবসা করবে। কিন্তু পরে রাজনৈতিক যোগাযোগ বাড়িয়ে ভ্যাকসিনের ক্যাম্পের আয়োজন করতে শুরু করে সে। জাল স্টিকার বানিয়ে বোতলের লেবেল তৈরি করেছিল সে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জানা গিয়েছে, এখনো পর্যন্ত প্রায় ২ হাজার জনকে জাল ভ্যাকসিন দিয়েছে সে। ইতিমধ্যেই এই ঘটনায় তার সহযোগী শান্তনু মান্না বলে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =