আচ্ছা! চাইলেই যদি নিজের জন্য আলাদা একটা দেশ পাওয়া যেত? কল্পনা সহজ হলেও বাস্তব ততটাই কঠিন। আর এই অসাধ্যসাধনই করে দেখিয়েছেন আমেরিকার এই ব্যক্তি। নিজের জন্য বানিয়ে ফেলেছেন আস্ত একটা দেশ। আর সেই দেশে নিজেই ‘সুলতান’ হিসেবে সিংহাসনে বসেছেন। কী শুনে অবাক হয়ে গেলেন? কিন্তু এমন কাণ্ডই ঘটেছে মার্কিন মুলুকে। র্যান্ডি আর ডাব উইলিয়ামস, ডিজে হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। সান দিয়েগোর একটি নাইটক্লাবে গান বাজাতেন একটা সময়। কিন্তু এখন তিনি দেশের সুলতান… সান দিয়েগোর মরু অঞ্চলে নিজের দেশ গড়েন উইলিয়াম। দেশের নাম – ‘দ্য ইউনাইটেড টেরিটোরিজ অফ দ্য সভারেইন নেশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ স্লোজামাস্তান’। ২০২১ সালের ২ ডিসেম্বর দুপুর ১২টা বেজে ২৬ মিনিটে আমেরিকার হাত থেকে স্বাধীনতা ঘোষণা করে স্লোজামাস্তান। দেশের রাজধানীর নাম ডাবল্য়ান্ডিয়া।
দেশের নাম, রাজধানীর নাম থেকে শুরু করে দেশের আইন কানুন নিজেহাতেই রচনা করেছেন উইলিয়াম। যা শুনলে ভিরমি খাবেন যে কেউ, তাঁর দেশে পা রাখতে গেলে ‘ক্রকস’ জুতো পরা যাবে না একেবারেই. কাউকে পরে থাকতে দেখলে, জোর করে খুলে নেওয়া হবে এবং সেটি দিয়েই আঘাত করা হবে মাথায়। দেশে যে কেউ পা রাখতে পারেন, তবে ইংরেজি গ্রামারে ভুল চলবে না। পর্যটকদের Your এবং You’re-এর মধ্যেকার ফারাক জানতে হবে। আইন লঙ্ঘন করলেই মিলবে কড়া শাস্তি।
বর্তমানে স্লোজ্যামাস্তানের নাগরিক সংখ্যা ৫০০। আরও ৪৫০০ জনের আবেদন পড়ে রয়েছে বলে জানিয়েছেন Randy। কিন্তু, শর্তপূরণ না হওয়া পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে হবে বলে জানিয়ে দিয়েছেন সুলতান অফ স্লোজামাস্তান। কিন্তু, আচমকা কেন নিজের পৃথক দেশ গড়ার কথা মাথায় এল? Randy জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জে নাম নথিভুক্ত রয়েছে, এমন একটি দেশেই মাত্র পা রাখা বাকি রয়েছে তাঁর। তাই নিজের আলাদা দেশ গড়তে চেয়েছিলেন। তবে, রাস্তাটা খুব সহজ ছিল না। ডিজে হিসেবে যে টাকা উপার্জন তিনি করেছেন, সেখান থেকেই অল্প অল্প করে জমানো শুরু করেন উইলিয়াম। সেই টাকা দিয়েই ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো মরুভূমির ১১ একর জমি কেনেন তিনি। ২০২১ সালের অক্টোবর মাসে ১৯ হাজার মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৫ লাখ ৬৭ হাজার টাকায় ওই জমি কেনেন র্যান্ডি। তারপর সেখানেই গড়ে তোলেন আস্ত দেশ।
নিজের দেশের আলাদা পতাকা, আলাদা মুদ্রা, পাসপোর্ট এবং জাতীয় সঙ্গীতও তৈরি করেছেন Randy। দেশের সীমানা নিজের হাতেই এঁকে দিয়েছেন ‘সুলতান’। ২৪ ঘণ্টা ওই সীমান্তে পাহারা দিচ্ছেন উইলিয়ামের তৈরি সেনা বাহিনী। বাহিনীর পোশাকি নাম ‘পেট্রল এজেন্ট’। স্লোজ্যামাস্তানের সরকারি ভাষা ইংরেজি। তবে পর্তুগিজ ও স্প্যানিশ ভাষাতেও কথা বলেন স্থানীয়রা। নিজের দেশের একটি আলাদা ওয়েবসাইটও তৈরি করেছেন Randy। রয়েছে ভেরিফায়েড ট্যুইটার হ্যান্ডলও। আপাতত তহবিল গড়ার কাজ করছেন সুলতান। নিজের দেশে একটি নদী খনন করা এবং খামারবাড়ি তৈরি করা লক্ষ্য তাঁর। দেশে নিজের মূর্তিও বসাতে চান। রাষ্ট্রসংঘের স্বীকৃতি না মিললেও নিজের দেশে রাজা হয়ে বহাল তবিয়তেই আছেন উইলিয়াম।