স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, কবীর সুমনকে দেখতে গেলেন মমতা

স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, কবীর সুমনকে দেখতে গেলেন মমতা

কলকাতা: জ্বর এবং প্রবল শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় আজ সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন সঙ্গীত শিল্পী কবীর সুমন। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে এই জনপ্রিয় গায়ককে। বিকেলে তাঁকে দেখতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গায়কের শারীরিক অবস্থা সম্পর্কে উদ্বিগ্ন তিনি। এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বেরিয়ে সোজা হাসপাতালে যান তিনি।

জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন কবীর সুমন। একই সঙ্গে তাঁর ছিল সর্দি, কাশির সমস্যা এবং গলা ব্যথা। পরবর্তী ক্ষেত্রে তাঁর শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় এ দিন সকালেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসএসকেএম হাসপাতালের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি এবং তাঁর চিকিৎসা করছেন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র ঘোষ। শেষ পাওয়া খবর অনুযায়ী গায়কের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ থাকায় ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- এবার বাড়তে চলেছে বাসের ভাড়া! ন্যূনতম ভাড়া কত করার প্রস্তাব?

হাসপাতাল সূত্রের খবর, ভর্তি হওয়ার সময় কবীর সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল প্রায় ৯০-এর কাছাকাছি, তাই তাঁকে অক্সিজেন দেওয়া হয়েছে। একই সঙ্গে করানো হয়েছে করোনাভাইরাস পরীক্ষা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 14 =