কত কাটায় বিক্রি হবে করোনা টিকা? শুরু আন্তর্জাতিক প্রতিযোগিতা

কত কাটায় বিক্রি হবে করোনা টিকা? শুরু আন্তর্জাতিক প্রতিযোগিতা

3 stocks recomended

নয়াদিল্লি: করোনা রুখতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে টিকা তৈরির কাজ৷ চলছে চূড়ান্ত পর্বের পরীক্ষা৷ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই চূড়ান্ত পর্বের কার্যকারিতার রিপোর্ট চলে আসতে পারে৷ সিরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে ভালো কিছুর আশায় বুক বেধেছে গোটা দেশ৷ রিপোর্ট ঠিকঠাক থাকলে ভারত বায়োটেকের ভ্যাকসিন ফেব্রুয়ারি মাসের মধ্যে চলে আসতে পারে৷ আগামী বছরের শুরুতেই ভ্যাকসিন বণ্টন ও  সংরক্ষণ নিয়ে প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে৷ অন্যদিকে, ভারতের বাজার ধরতে ইতিমধ্যেই টিকার দাম কমানোর প্রতিযোগিতাও শুরু হয়ে গিয়েছে বিভিন্ন সংস্থার অন্দরে৷

দেশীয় সংস্থা ভারত বায়োটেক আগেই জানিয়ে দিয়েছে, ২০২১ সালের এপ্রিল মাসে ভ্যাকসিন চলে আসবে৷ তবে, দাম কত হবে, তা এখনও পর্যন্ত কোনও ঘোষণা করা হয়নি৷ যদিও ভ্যাকসিন বণ্টন করবে কেন্দ্র৷ সরকারের হাতে বণ্টনের দায়িত্ব থাকলেও টিকার মূল্য নির্ধারণ নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে৷

সিরাম ইনস্টিটিউট এর আগে সাফ জানিয়ে দিয়েছিল, তাদের তৈরি ভ্যাকসিনের দাম হবে প্রায় ২২৫ টাকার কাছাকাছি৷  রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়েছে, সব থেকে কম দামে তা বাজারে আসবে৷ দাম নিয়ে নির্মাতা সংস্থার মধ্যে আগাম প্রতিযোগিতা জনসাধারণের উপকারে আদৌ লাগবে কি না, তার জবাব দেবে সময়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =