হাফিজ সইদকে কারাদণ্ড দিল পাকিস্থানের আদালত

হাফিজ সইদকে কারাদণ্ড দিল পাকিস্থানের আদালত

ca847fd7fb0c8ee7eb4c672abc443cda

 
করাচি: ২৬/১১ হামলার মুলচক্রি জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সইদকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পাকিস্থানের সন্ত্রাস বিরোধী আদালত৷ দু’টি হিংসার ঘটনায় গ্রেফতার করা হয়েছে৷ তবে এই প্রথম নয়, আর আগে ফেব্রুয়ারিতে সন্ত্রাসের ঘটনায় হাফিজকে ১১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় পাক আদালত৷ এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত হাফিজ সইদ সহ জামাত উদ দাওয়ার চারজনকে সাজা ঘোষণা করে পাকিস্থান৷

হাফিজ সইদের দুই ঘনিষ্ট জাফর ইকবাল এবং ইয়াহা মুজাহিদ  সাড়ে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত৷ আব্দুল আবদুল রহমান মাক্কীকে ছ’মাসের কারাদণ্ড দিয়েছে পাকিস্থানের সন্ত্রাস বিরোধী আদালত৷ আন্তর্জাতিক মহলে সন্ত্রবাদ ইস্যু তে চাপের মুখে ভারত৷ অন্যদিকে পাকিস্থানে মাথা চারা দিচ্ছে বিভিন্ন জঙ্গিগোষ্ঠী৷ সব মিলিয়ে চাপে ইসলামাবাদ৷ সেদিক থেকে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতেই এই পদক্ষেপ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *