এজলাস বদলে আজ নন্দীগ্রাম মামলার শুনানি শুরু!

এজলাস বদলে আজ নন্দীগ্রাম মামলার শুনানি শুরু!

কলকাতা:  মুখ্যমন্ত্রীর আবেদনের ভিত্তিতে এই মামলা থেকে আগেই অব্যাহতি নিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ৷ এর পর বেঞ্চ বদল হয়ে নন্দীগ্রাম মামলা ওঠে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে৷ আজ বুধবার নতুন বেঞ্চে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর মামলার শুনানি৷ 

আরও পড়ুন- ‘বেসুরো’ বাবুলের মানভঞ্জন! বিশেষ দায়িত্ব পেলেন আসানসোলের সাংসদ

নন্দীগ্রামে গণনায় কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷  আজ সেই মামলারই শুনানি বিচারপতি শম্পা সরকারের এজলাসে৷ প্রথমে এই মামলা উঠেছিল কৌশিক চন্দের এজলাসে৷ কিন্তু অতীতে তিনি বিজেপি’র হয়ে অনেক মামলা লড়েছেন৷ পাশাপাশি তাঁর সঙ্গে বিজেপি’র যোগ রয়েছে এই অভিযোগে এজলাস বদলের আবেদন জানান মুখ্যমন্ত্রী৷ বলা হয়, কৌশিক চন্দের এজলাসে সুবিচার পাওয়া নিয়ে তাঁদের আশঙ্কা রয়েছে৷

৮ জুলাই এই মামলা থেকে সরে দাঁড়ান তিনি৷ সেই সঙ্গে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ কৌশিক চন্দ এই মামলা থেকে সরার পর তা ওঠে শম্পা সরকারের এজলাসে৷ মুখ্যমন্ত্রীর ইলেকশন পিটিশনে বিবাদী পক্ষ হিসাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ রয়েছে৷ ফলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মতো দুই হেভিওয়েটের মামলা শুনবেন বিচারপতি শম্পা সরকার৷ 

আরও পড়ুন- জঙ্গিদের সেফ সেন্টার বাংলা! দিদির বাড়ি আছে তো, চরম কটাক্ষ দিলীপের

উল্লেখ্য, ভোট পুনর্গণনার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মোট ৯টি ইলেকশন পিটিশন জমা পড়েছে৷ প্রত্যেকটি মামলার জন্য পৃথক পৃথক বেঞ্চ গঠন করা হয়েছে৷ তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর মামলাটি উঠেছিল কৌশিক চন্দের এজলাসে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + three =