অনিবার্য তৃতীয় ঢেউ! সঙ্কট মোকাবিলায় জেলা প্রশাসনকে ন’দফার নির্দেশিকা মুখ্যসচিবের

অনিবার্য তৃতীয় ঢেউ! সঙ্কট মোকাবিলায় জেলা প্রশাসনকে ন’দফার নির্দেশিকা মুখ্যসচিবের

f202cbb15513fe287293ff0d979cdce6

কলকাতা:  বিশেষজ্ঞরা বলছেন করোনার তৃতীয় ঢেউ অনিবার্য৷ উত্তরপূর্ব ভারতে যে ভাবে সংক্রমণ বাড়ছে তাতে সিঁদুরে মেঘ দেখছে বাংলার স্বাস্থ্য শিবির৷ সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় তাই জেলা প্রশাসনকে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সার্বিক টিকাকরণের উপর বিশেষ জোর দেওয়ার পাশাপাশি দীঘা ও দার্জিলিং-এর মত জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে কঠোর বিধি নিষেধ পালনের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী গতকাল সমস্ত জেলা শাসকদের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ন’দফার নির্দেশিকা পাঠিয়েছেন। 

আরও পড়ুন- রাজ্যে কবে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ? ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা

এই নির্দেশিকায় বলা হয়েছে, জনবহুল স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক৷ কোনও স্থানে অতিরিক্ত জনসমাবেশ রুখতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ করতে হবে৷ দীঘা-দার্জিলিং এর মত পর্যটন কেন্দ্রগুলিতে অনিয়ন্ত্রিত জনসমাগম আটকাতে প্রশাসনকে কড়া নজর রাখতে হবে৷ প্রয়োজনে কঠোর বিধিনিষেধ আরোপ করতে হবে৷ এছাড়াও প্রয়োজন পড়লে আইসিডিএস এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যবহার করে জনবহুল স্থান এবং পর্যটন কেন্দ্রগুলিতে মাস্কের ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার করতে হবে৷ 

আরও পড়ুন- ভারত-বাংলাদেশ সীমান্তে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগে চাঞ্চল্য

মুখ্যসচিব এই নির্দেশিকায় আরও বলেছেন,  ইতিমধ্যেই দীঘা, তাজপুর, মন্দারমনির মত সৈকত, পাহাড় এবং ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলিতে ছুটি কাটানোর জন্য করোনা টিকার দুটি ডোজ অথবা আরটি-পিসিআর  টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে শহর ও ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায় সার্বিক টিকাকরণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বাজার এলাকায় সচেতনতা প্রচার কর্মসূচিতে বাজার কমিটিগুলিকে সামিল করতে বলা হয়েছে। কোভিডের মৃত্যু সংখ্যা যতদূর সম্ভব হ্রাস করার জন্য জেলাগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *