রাজ্যে ফের ভুয়ো IAS- এর হদিশ, লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ কৃষ্ণনগরে

রাজ্যে ফের ভুয়ো IAS- এর হদিশ, লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ কৃষ্ণনগরে

974b3441fa6657e019cf7298b62fee99

কৃষ্ণনগর:  দেবাঞ্জন দেবের ঘটনার রেশ কাটার আগেই ফের পুলিশের জালে আরও এক ভুয়ো আইএএস৷ ভুয়ো পরিচয়ে নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন নদিয়া কৃষ্ণনগরে বাসিন্দা অচিন্ত্য চৌধুরী৷ লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷  

আরও পড়ুন- অনিবার্য তৃতীয় ঢেউ! সঙ্কট মোকাবিলায় জেলা প্রশাসনকে ন’দফার নির্দেশিকা মুখ্যসচিবের

জানা গিয়েছে, অচিন্ত্য চৌধুরী নামে ওই ব্যক্তি গাড়িতে নীল বাতি লাগিয়ে ঘুরতেন৷ নিজেকে পরিচয় দিতেন আইএএস অফিসার হিসাবে৷  কল্যাণী থানা এলাকার বাসিন্দা অভিজিৎ রায় নামে এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন কাজ করে দেওয়ার বিনিময়ে প্রায় ২ লক্ষ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেন অচিন্ত্য। অভিজিৎ রায় দীর্ঘদিন ধরেই এই টাকা দিচ্ছিলেন৷ পরে তাঁর সন্দেহ হয় তিনি আদৌ আইএএস অফিসার কিনা। এর পরেই বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পারেন তিনি আসলে ভুয়ো আইএএস অফিসার৷ 

আরও পড়ুন- জাল ভ্যাকসিনকাণ্ডের ‘জল’ এবার সুপ্রিম কোর্টে, স্পেশাল পিটিশন দায়ের

কখনও ভুয়ো আইএএস, ভুয়ো বিসিবিআই অফিসার কিংবা ভুয়ো ডিএসপি ধরা পড়ছে একের পর এক৷ জালিয়াতির ঘটনায় তোলপাড় রাজ্য। নদিয়ার কৃষ্ণনগরে নিজেকে সিআইডি পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন এক মহিলা৷ দিন কয়েক আগে এই অভিযোগে তাঁকে গ্রেফতারও করা হয়। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এ বিষয়ে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বলেন, বেশ কয়েকবার অভিজিৎ রায় থানায় অভিযোগ জানাতে গেলেও তাঁর অভিযোগ জমা নেওয়া হয়নি। এই ঘটনা থেকেই পরিষ্কার যে রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীরা জালিয়াতির সঙ্গে জড়িত রয়েছেন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *