কলকাতা: প্রশ্নের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব৷ তিনি নাকি বাংলাদেশের নাগরিক! অভিযোগটা প্রথমে তুলেছিলেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ রিপুন বোরা৷ এবার সেই প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷
আরও পড়ুন- দলবদল রুখতে ‘দুর্নীতিগ্রস্ত’ রাজনৈতিক দম্পতির বিরুদ্ধে পোস্টার তৃণমূলের!
শুক্রবার প্রধানমন্ত্রীকে এ বিষয়ে চিঠি লিখেছিলেন রিপুন বোরা৷ এর পরেই রিপুন বোরার টুইট রিটুইট করেন ব্রাত্য৷ তিনি লেখেন, ‘রিপুন বোরা একদম সঠিক প্রশ্ন তুলেছেন৷ একাধিক সংবাদমাধ্যম বলছে সাংসদ নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক৷ এই ধরনের লোককে মন্ত্রী করার আগে খতিয়ে দেখা হল না কেন? নিশীথের বিরুদ্ধে বেশ কিছু গুরতর অপরাধের মামলা চলছে৷ এটা লজ্জাজনক৷’’ ব্রাত্য আরও বলেন, কোনও বিদেশি নাগরিককে দেশের মন্ত্রী করা হলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে৷
এদিকে রাজ্য বিজেপি’র পাল্টা বক্তব্য, কুৎসা না করে প্রমাণ দিক৷ সায়ন্তন বসু একধাপ এগিয়ে বলেন, ‘‘যদি এই অভিযোগ মেনেও নিই, এটাও তো ঠিক যে উনি হিন্দু৷ এই অভিযোগ ভিত্তিহীন৷ চাইলে তৃণমূল আদালতেও যেতে পারে৷’’
আরও পড়ুন- শহর ছাড়িয়ে এবার পরকীয়ার ভাইরাস জেলাতেও! তুলকালাম ইসলামপুরে
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন রিপুন বোরা৷ অসমের কংগ্রেস সাংসদের দাবি, নিশীথ প্রামাণিক আদতে বাংলাদেশের পলাশবাড়ির হরিনাথপুরের বাসিন্দা। তিনি কম্পিউটার কোর্স করার জন্য ভারতে এসেছিলেন। তারপর থেকে এখানেই থেকে যান। তিনি প্রথমে তৃণমূলে এবং পরে বিজেপিতে যোগ দেন ও সাংসদ হন। এখানেই থেমে থাকেননি রিপুন বোরা৷ তিনি আরও বলেন, নিশীথ প্রামাণিক যে নথি দেখিয়ে নিজেকে কোচবিহারের বাসিন্দা বলে দাবি করছেন, সেটি ভুয়ো। রিপুন বোরার সুরই এদিন শোনা যা ব্রাত্য বসুর গলায়৷ যদিও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি নিশীথ৷