চণ্ডীপুর: মোবাইলে গেম খেলতে বাধা দেওয়ায় দাদাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। বড় ছেলেকে বাঁচাতে গিয়ে জখম হলেন মাও। পরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হল ভাইও। ঘটনার জেরে বাকরুদ্ধ পরিবেশের ছায়া পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর থানার সুলতানপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন- দাদা সূর্যকান্ত মণ্ডল (২৫) ও ভাই চন্দ্রকান্ত মণ্ডল (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর রাতে মোবাইলে অনলাইনে গেম খেলছিল চন্দ্রকান্ত। সাত সকালে মোবাইলে গেম খেলায় বাধা দেয় মা। মায়ের সঙ্গে তর্ক করতে থাকে সে৷ দাদা ঘটনার প্রতিবাদ জানাতে গেলে রাগের বশে বাড়িতে থাকা ধারালো অস্ত্র দিয়ে দাদার উপর হামলা চালায় ছোট ভাই চন্দ্রকান্ত। বাঁচাতে গিয়ে জখম হন মাও৷ চিৎকার শুনে এলাকার স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।
ততক্ষণে বাড়ি থেকে পালিয়ে যায় চন্দ্রকান্ত৷ প্রতিবেশীরা ওই মহিলাকে চন্ডীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সূর্যকান্তর৷ বর্তমানে তমলুক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সাবিত্রী দেবী। অন্য দিকে দুপুরের দিকে বাড়ি থেকে ৬ কিলোমিটার দূরে ভগবানপুর থানার সরবেড়িয়া রাস্তার পাশ থেকে বিষক্রিয়া অচৈতন্য অবস্থায় এক যুবককে উদ্ধার করে। ওই যুবককে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। পুলিশ দুটি মৃতদেহ ময়না তদন্তের জন্য তমলুক হাসপাতালে জন্য পাঠিয়েছে। পরে জানা যায় নিহত ওই যুবকের নাম চন্দ্রকান্ত৷