গৃহবধূদের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা, বাস্তব রূপ পাচ্ছে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প

গৃহবধূদের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা, বাস্তব রূপ পাচ্ছে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প

কলকাতা: রাজ্যের গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে প্রস্তাবিত ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প দ্রুত রূপায়িত হতে চলেছে। ওই প্রকল্পের কাজে গতি আনতে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে সমস্ত জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি একটি ভিডিও কনফারেন্সে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলার জেলাশাসকদের কাছে লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রস্তাবিত উপভোক্তাদের তালিকা প্রস্তুত করে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

প্রশাসনিক সূত্রে খবর ওই তালিকা হাতে পাওয়ার পরেই তা খতিয়ে দেখে প্রকল্প রূপায়নের কাজ শুরু হবে। এছাড়া ‘লক্ষ্মীর ভান্ডার’ সম্পর্কে সচেতনতা প্রচার করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পের সুবিধা পেতে পারেন এমন একজনও যেন এই প্রকল্পের আওতা থেকে বাদ না পড়েন তা নিশ্চিত করতে বলা হয়েছে। এজন্য প্রচার পত্র তৈরি করে বিলি করতে বলা হয়েছে। লোকো শিল্পীদের মাধ্যমে পথনাটিকা, গান ইত্যাদির মাধ্যমে এই প্রকল্প সম্পর্কে প্রচার চালানোর জন্য জেলা গুলিকে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব।

আরও পড়ুন- নয়া মন্ত্রীদের পরিচয় দিতেই হুল্লোড়, মহিলা-দলিতদের চান না অনেকেই, পাল্টা তোপ মোদীর

নবান্ন সূত্রে জানা গিয়েছে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী প্রায় ১ কোটি ৬৯ লক্ষ বেশি মহিলা এই প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত হবেন। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে এক হাজার, এবং সাধারণ শ্রেণীর মহিলারা মাসে ৫০০ টাকা করে মাসোহারা পাবেন। ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের রূপায়নের জন্য চলতি আর্থিক বছরের বাজেটে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 3 =