শুভেন্দুর খাসতালুকে বিজেপিতে বড়সড় ভাঙন, তৃণমূলে ফিরলেন বড় নেতা

শুভেন্দুর খাসতালুকে বিজেপিতে বড়সড় ভাঙন, তৃণমূলে ফিরলেন বড় নেতা

cba46178c8f35a9fabd8d4fecc86ef3a

ভগবানপুর: ভোটের পরও অব্যাহত খেলা ভাঙার খেলা৷ শুভেন্দুর খাসতালুক পূর্ব মেদিনীপুরে যেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক পড়েছে। মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন ভগবানপুরের দাপুটে বিজেপি নেতা হারুন রশিদ ওরফে বাবুলাল। বিধানসভা ভোটের ঠিক আগে বাবুলাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন৷ ভগবানপুর বিধানসভা থেকে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ মাইতি জয়লাভের পিছনে তারই ‘হাত’ ছিল বলে রাজনৈতিক মহলের দাবি৷ এহেন বাবুলাল ফের পুরনো দল তৃণমূলে ফিরে যাওয়ায় ব্লকে বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

মঙ্গলবার তমলুকে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন হারুন রশিদ। হারুন বলেন “ভুল  করে বিজেপিতে গিয়েছিলাম৷ ওই পার্টি করা যায় না৷ তাই তৃণমূল নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছিলাম৷ তাঁরা আমার আবেদন মঞ্জুর করেছেন৷ তৃণমূলে ফিরতে পেরে ভাল লাগছে৷ ’’

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, ” ভোটের আগে কিছু নেতাদের প্ররোচনায় পা দিয়ে হারুন ভুল বুঝে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ভুল সংশোধন করে আবার তৃণমূলে ফিরে এলেন। আগামী দিনে বিজেপির আরও অনেকে তৃণমূলে ফিরবেন বলে যোগাযোগ করছেন৷’’ যদিও বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, মিথ্যে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে হারুনকে জোর করে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *