‘গরুর গাড়ির হেডলাইট, তৃণমূলের আবার উত্তর প্রদেশ!’ তীব্র কটাক্ষ শুভেন্দুর

‘গরুর গাড়ির হেডলাইট, তৃণমূলের আবার উত্তর প্রদেশ!’ তীব্র কটাক্ষ শুভেন্দুর

বাঁকুড়া: ‘‘গরুর গাড়ির হেডলাইট! তৃণমূলের আবার উত্তর প্রদেশ!’’ ঠিক এই ভাষাতেই লক্ষ্ণৌ সহ বিজেপি শাসিত উত্তর প্রদেশের বিভিন্ন অংশে তৃণমূলের ২১ জুলাই পালনের উদ্যোগকে কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার দুর্গাপুর থেকে সড়ক পথে যাওয়ার সময় বাঁকুড়া শহরের লালবাজার এলাকায় দলের বিধায়ক ও নেতাদের সঙ্গে দেখা করার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু৷ সেখানেই তিনি বলেন, ‘‘যারা ওই দল করে না তারা জানে না, দলটার কি হাল৷ আমি তৃণমূল করতাম, আমি জানি। আসাম, উত্তর প্রদেশ, ত্রিপুরাতে ভোটে লড়েও নোটার থেকে কম ভোট পায় ওরা!’’

অন্য এক প্রশ্নের উত্তরে তাঁর দাবি, ‘‘পুলিশ এই সরকারের দলদাসে পরিণত হয়েছে৷’’ তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশ সুপারকে হুমকি দেওয়ার মামলা রুজু করেছে পুলিশ৷ রয়েছে রক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা থেকে ত্রিপল চুরির মামলা৷ দুই মেদিনীপুরের সমবায় কেলেঙ্কারিতেও তার নাম জড়িয়েছে বলে অভিযোগ৷ যদিও এসবকে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু৷ তাঁর দাবি, ‘‘আমার ছাত্র রাজনীতি থেকে হাতে খড়ি৷ মিথ্যা মামলা, পুলিশের ভয় আর ‘দুধেল গাই’দের ভয় আমি পাই না।’’

 তাঁর বিরুদ্ধে পুলিশ সুপারের ফোনে আড়ি পাতার অভিযোগও সামনে এসেছে৷ প্রসঙ্গত, সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুকে এসপি অফিসে ঘেরাও অবস্থান থেকে শুভেন্দু দাবি করেছিলেন, ‘‘এসপির কাছে কখন কার ফোন আসে সব খবর তার কাছে আসে৷’’ তারই ভিত্তিতে এই মামলা বলে জেলা পুলিশের দাবি৷ যদিও এবিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি শুভেন্দু৷ তাঁর কথায়, ‘‘এমন কোনও বিষয় আমার জানা নেই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 15 =