বিশ্বের অন্তত ১৭ কোটি মানুষ দারিদ্রের দিকে পৌঁছেছেন! নেপথ্যে কী কারণ

বিশ্বের অন্তত ১৭ কোটি মানুষ দারিদ্রের দিকে পৌঁছেছেন! নেপথ্যে কী কারণ

3 stocks recomended

জেনেভা: ২০২০ সাল থেকে বিশ্ব অর্থনীতিতে যে বিরাট প্রভাব পড়েছে তা বলাই বাহুল্য। এর পিছনে কী কারণ সেটাও কারোর অজানা নয়। কোভিড অতিমারির কারণেই বিশ্ববাজারে হাহাকার পরিস্থিতি। কিন্তু আদতে ঠিক কত মানুষ এর কারণে ভুক্তভোগী হয়েছেন? সেই বিষয়ে সম্প্রতি রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রপুঞ্জ। তবে করোনার পাশাপাশি আরও একটি বিষয় আছে এই নেতিবাচক পরিস্থিতির নেপথ্যে। কী সেটা?

‘ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (ইউএনডিপি)-এর রিপোর্ট বলছে, কোভিড অতিমারি এবং পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্বের প্রায় ১৬.৫ কোটি মানুষ দারিদ্রের দিকে পৌঁছে গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, উন্নয়নশীল দেশগুলির ঘাড় থেকে বিপুল পরিমাণের ঋণের বোঝা না কমালে আরও বেশি করে মানুষ দারিদ্রসীমার নীচে চলে আসবে। আসলে অতিমারির কারণে বহু মানুষের চাকরি চলে গিয়েছে আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বহু সংখ্যক মানুষের ওপর পড়েছে। তাই সব মিলিয়ে বিশ্বের আর্থিক পরিস্থিতির অবস্থা খুব যে ভালো নয়, তা বলতেই হবে। 

মানুষের রোজগার নিয়েও এই রিপোর্টে তথ্য দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। বলা হয়েছে, বিশ্বের অন্তত ৭.৫ কোটি মানুষ এখন দিনে গড়ে মাত্র ২.১৫ ডলারে দিন চালান। এদের ‘অতি দরিদ্রের’ তালিকায় ফেলেছে রাষ্ট্রপুঞ্জ। অন্যদিকে অন্তত ৯ কোটি মানুষ দিনে গড়ে ৩.৬৫ ডলারে দিন গুজরান করেন। রাষ্ট্রপুঞ্জ মনে করছে, চলতি বছরে এই পরিস্থিতির কোনও রকম পরিবর্তন হওয়া সম্ভব নয়। আগামী বছরেও যে খুব একটা তফাত হবে এমন আশাও এখনও কেউ করছেন না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =