তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ভুয়ো তথ্যের অভিযোগে আন্দোলনে নামছে গেরুয়া শিবির

তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ভুয়ো তথ্যের অভিযোগে আন্দোলনে নামছে গেরুয়া শিবির

f9ab730eb13fc1cfcaf72c85cfd51583

কলকাতা: শহিদ দিবসের ভার্চুয়াল সমাবেশ থেকেও ভুয়ো তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই অভিযোগকে সামনে রেখে এবার রাজ্যজুড়ে আন্দোলনে নামতে চলেছে বিজেপি৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘উনি সব সময় মিথ্যে কথা বলেন৷ এবার শহিদ দিবসেও ভুয়ো তথ্য পেশ করেছেন মখ্যমন্ত্রী৷’’

এদিন শহিদ সমাবেশের ভার্চুয়াল মঞ্চ থেকে ভাষণ দিতে গিয়ে তৃণমূল নেত্রী দাবি করেন, ‘‘কেন্দ্রের হাজারো বঞ্চনা অন্যদিকে প্রাক্তনীর রেখে যাওয়া ঋণের বোঝা৷ তা সত্ত্বেও উন্নয়নের নিরিখে মাথা উঁচু করে এগিয়ে চলেছে বাংলা৷ বাংলায় দারিদ্রতা কমে গিয়েছে প্রায় ৪০ শতাংশ।’’  এই প্রসঙ্গেই পাল্টা কটাক্ষের সুরে দিলীপ ঘোষ বলেছেন, ‘‘বাংলায় যদি দারিদ্রতা ৪০ শতাংশ কমে থাকে তাহলে বিনি পয়সায় রেশনে চাল, ডাল কেন দিতে হচ্ছে রাজ্য সরকারকে৷ বাংলার মানুষের সঙ্গে উনি প্রতারণা করছেন৷ মিথ্যে তথ্য পেশ করছেন৷’’

এদিন কন্যাশ্রী থেকে স্বাস্থ্য সাথী, তাঁর আমলে বাংলার আমআদমির জন্য চালু হওয়া একাধিক সরকারি প্রকল্পের উল্লেখ করে মমতা বলেন, ‘‘আমারই পারি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে৷ ১০ বছর আগে যখন ক্ষমতায় এসেছিলাম তখন সিপিএমের রেখে যাওয়া ঝণের বোঝাকে সঙ্গী করে সরকারে আসতে হয়েছিল৷ এখন সেখানে আমরা শিক্ষা, স্বাস্থ্য থেকে সর্বক্ষেত্রে অনেকটা এগিয়েছি৷ বাংলার দারিদ্রতা কমেছে প্রায় ৪০ শতাংশ৷’’ মুখ্যমন্ত্রীর এই দাবির প্রতিবাদেই এবার রাজ্য জুড়ে আন্দোলন সংগঠিত করতে চলেছে গেরুয়া শিবির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *