গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের জেরার মুখে বিনয় মিশ্রর মা-বাবা

গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের জেরার মুখে বিনয় মিশ্রর মা-বাবা

 

কলকাতা: গরু পাচার কাণ্ডে অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিনয় মিশ্রকে গ্রেফতার করতে ইতিমধ্যেই ইন্টারপোলের মাধ্যমে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে সিবিআই৷ তবু ধরা ছোঁয়ার বাইরেই পয়েছে বিনয়৷ স্বভাবতই বিনয়ের খোঁজ পেতে এবার তাঁর মা ও বাবাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা৷ সূত্রের খবর, আগামী বুধবার সল্টলেকের নিজাম প্যালেসে অভিযুক্তের মা ও বাবাকে জেরা করা হবে৷ ইতিমধ্যে এবিষয়ে তাঁদের নোটিসও ধরানো হয়েছে৷

তদন্তকারী সংস্থার এক আধিকারিক বলেন, ‘‘বিনয় মিশ্র কোথায় রয়েছেন সেটা ওঁর মা ও বাবা নিশ্চয়ই জানবেন৷ তাই প্রয়োজনে ওদের আলাদা করে প্রথমে জেরা করা হবে৷ তাঁরা ঠিক বলছেন কি না, সেটা জানতে পরে বিনয়ের মা ও বাবাকে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে৷’’ গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, ‘এলটিবি’ নামে একটি সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন বিনয়ের মা ও বাবা৷ ওই সংস্থার মাধ্যমেই ঘুরপথে বিনয় মিশ্রের বিদেশের অ্যাকাউন্টে টাকা পাচার করা হত বলে তদন্তে জানতে পেরেছেন গোয়েন্দারা৷ স্বাভাবিকভাবেই এবিষয়ে বিস্তারিত তথ্য পেতে তাঁরা বিনয়ের বাবা ও মাকে জেরা করতে চাইছেন৷

গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে ফের সক্রিয় হয়ে উঠবে তা ক’দিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুভেন্দুর দাবি ছিল, ‘‘বিনয় মিশ্র একা নন, গরু পাচার কাণ্ডে জড়িত রাজ্যের শাসকদলের বহু রাঘব বোয়াল৷ বিনয়কে গ্রেফতার করতে পারলেই তাঁরা সমস্যায় পড়ে যাবেন৷ তাই চরম দুশ্চিন্তায় রয়েছে৷’’ নাম না করে শুভেন্দুর ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা৷ কারণ, ভোট পর্বের মাঝে গরু পাচার কাণ্ডে নাম জড়িয়েছিল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেকের৷ স্ত্রী রুজিরা ও শ্যালিকার অ্যাকাউন্টের মাধ্যমে তিনি টাকা বিদেশে পাচার করেছিলেন বলেও অভিযোগ ওঠে৷ ইতিমধ্যে রুজিরাকে এক দফা জেরাও করেছেন গোয়েন্দারা৷ প্রয়োজনে ফের জেরা করার ইঙ্গিতও দিয়ে রেখেছেন গোয়েন্দারা৷ বিনয়ের বাবা ও মাকে সিবিআই ডাকায় স্বভাবতই বিষয়টি নজরে রাখছে শাসকদলও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 16 =