শুভেন্দু গড়ে নামল ‘অভিষেক সোলজার’, বাড়ছে রাজনীতির উত্তাপ

শুভেন্দু গড়ে নামল ‘অভিষেক সোলজার’, বাড়ছে রাজনীতির উত্তাপ

 

কলকাতা:  অধিকারী গড়ে রাজনীতির উত্তাপ বাড়িয়ে ময়দানে নামছে ‘অভিষেক সোলজার’৷ শুভেন্দু অধিকারীকে টক্কর দিতে তাঁর অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অভিষেকের নামে এই বাহিনী গড়ে চমক দিলেন পটাশপুরের তৃণমূলের বিধায়ক উত্তম বারিক৷ যদিও এই সোলজাররা বন্দুক হাতে কোনও রণাঙ্গনে নামবেন না৷ বরং কাজ করবে সমাজের জন্যে৷ করোনা পরিস্থিতিতে যে ভাবে রেড ভলেন্টিয়ার্সরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল, সেভাবে কাজ করেছিল তৃণমূলের যুব সংগঠনও৷ সেই যুব শক্তিকে হাতিয়ার করেই সমাজ সেবার উদ্যোগ নিলেন পটাশপুরের বিধায়ক৷  

আরও পড়ুন- শ্বশুরের লালসার শিকার বধূ, শ্রীঘরে স্বামী

তৃণমূলের যুব শক্তিকে হাতিয়ার করেই সমাজসেবার কাজে ঝাঁপাতে চাইছেন উত্তম বারিক৷ সমাজ সেবার উদ্দেশেই তিনি গড়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নামে ‘অভিষেক সোলজার’৷ এলাকার শিক্ষিত যুব সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই সংগঠনের কাজ চালাতে চাইছেন তিনি৷ জানা গিয়েছে ইতিমধ্যেই এই সংগঠনের সদস্য হয়ে গিয়েছেন কয়েক হাজার যুব প্রতিনিধি৷ উত্তম বারিকের কথায়, অভিষেক সোলজারের ৬০ শতাংশ সদস্যই স্নাতক বা স্নাতকোত্তর৷ বাকি সদস্যরাও ন্যূনতম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ৷ অনেকে এখনও পড়াশোনা করছেন৷ 

আরও পড়ুন- সংখ্যালঘু নেতার বাড়িতে আগুন! কাঠগড়ায় শাসকদল

আপাতত পটাশপুরের ১ নম্বর ব্লকে তৈরি হয়ে গিয়েছে অভিষেক সোলজার৷ ২ নম্বর ব্লকেও সংগঠন গড়ে তোলা হবে৷ নিজের বিধানসভা এলাকায় প্রায় ২০ হাজার ছেলেমেয়েকে নিয়ে এই সংগঠন গড়ে তোলাই পটাশপুরের বিধায়কের লক্ষ্য৷ তিনি জানান, অতিমারির মধ্যে মানুষের পাশে দাঁড়াতে হবে৷ ওষুধ, অক্সিজেন থেকে প্রয়োজনীয় সব কিছুই পৌঁছে দিতে হবে৷ তবে এই সদস্যরা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হবে না৷ তাঁরা সমাজের কাজই করবে৷ কিন্তু অভিষেক সোলজার কেন? উত্তম বারিক জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সমাজের আইকন৷ তিনি বারবার মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে এসেছেন৷ তাই তাঁর নামেই গড়ে তোলা হয়েছে এই সংগঠন৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 7 =