আড়িপাতা কাণ্ডে তদন্ত কমিশন গঠন রাজ্যে, নবান্নে ঘোষণা মমতার

আড়িপাতা কাণ্ডে তদন্ত কমিশন গঠন রাজ্যে, নবান্নে ঘোষণা মমতার

90f6f4f5f2f39cc9203ca9619424edb4

কলকাতা:  পোগাসাসের নামে বিচারবিভাগ থেকে শুরু করে সংবাদমাধ্যম, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষকে নজরবন্দি রাখা হয়েছে৷ বেআইনি ভাবে ফোন হ্যাকিং,  ট্র্যাকিং, রেকর্ডিং ও নজরদারি চালানোর অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিল ক্যাবিনেটে ৷ এদিন নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রথম রাজ্য হিসাবে তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ৷  

আরও পড়ুন- ভ্যান সামলাতে দিয়ে খেতে গেলেন দোকানি! ২০ মিনিট ধরে পেয়ারা বেচলেন এএসপি

এদিন মুখ্যমন্ত্রী বলেন, গত এক সপ্তাহ ধরে সংসদে বাদল অধিবেশন চলছে৷ আমরা ভেবেছিলাম কেন্দ্রীয় সরকার তদন্তের নির্দেশ দেবে৷ সুপ্রিম কোর্টের তত্বাবধানে শীর্ষ আদালতের কোনও বিচারপতিকে দিয়ে তদন্ত করানো হবে৷ সে ক্ষেত্রে মানুষ ন্যায্য বিচার পাবে৷ কিন্তু এ বিষয়ে সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই৷ তাই দিল্লি যাওয়ার আগে মন্ত্রিসভার বৈঠকে প্রথম রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গে তদন্ত কমিশন গঠন করা হল৷ কমিশনে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য৷ তাঁরা দেখবেন কারা হ্যাকিং করছে৷ কী ভাবে বেআইনি হ্যাকিং চলছে৷ তাঁর কথায়, কেউ না জাগলে তাঁকে জাগাতে হয়৷ রাজ্যের এই ছোট্ট পদক্ষেপ অন্য সকলকে জাগাবে৷   
 

দুই সদস্যের এই তদন্ত কমিশন অবিলম্বে কাজ শুরু করবে বলে জানা গিয়েছে৷ তাঁরা মূলত তদন্ত করে দেখবেন কাদের ফোনে আড়ি পাতা হয়েছে৷ এবং এর জন্য কে বা কারা দায়ী৷ কবে থেকে কত দিন এই হ্যাকিং চলেছে, তা খতিয়ে দেখা হবে৷ পেগাসাস নিয়ে কেন্দ্রীয় সরকার কোনও তদন্ত না করায় এই পদক্ষেপ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *