লক্ষ্য ২০২৪! বুধে সোনিয়া সকাশে মমতা

লক্ষ্য ২০২৪! বুধে সোনিয়া সকাশে মমতা

 

নয়াদিল্লি: লোকসভা ভোটকে পাখির চোখ করে দিল্লিতে পা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই দেখা করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কমলনাথ ও আনন্দ শর্মার সঙ্গে৷ আগামীকাল ১০ জনপথে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন তৃণমূল সুপ্রিমো৷ তাঁর দিল্লি সফরকে কেন্দ্র করে ক্রমশ উষ্ণ হচ্ছে রাজনীতির হাওয়া৷

জানা গিয়েছে বুধবার বিকেলে কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে তিনি বলেন, সোনিাজি চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন৷ আগামীকাল তাঁর সঙ্গে চায়ে পে চর্চা হবে৷ তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথন সোনিয়া গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি৷ রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দূরত্ব থাকলেও সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বরবরই ভালো৷ মমতাকে স্নেহের চোখেই দেখেন তিনি৷ আগামীকাল ১০ জনপথে বসে আগামীর নীলনকশা তৈরি করা হবে বলেই মনে করা হচ্ছে৷ পাশাপাশি পেগাসাস নিয়ে কী ভাবে বিজেপি বিরোধিতা করা হবে, সেই বিষয়েই কথা হতে পারে৷ তবে আগামীকালের বৈঠকে রাহুল গান্ধী উপস্থিত নাও থাকতে পারেন৷

সোনিয়ার সঙ্গে বৈঠকের সেতুবন্ধন তৈরি করে দিয়ে গিয়েছেন প্রশান্ত কিশোর৷ এবার মুখোমুখি হবেন দুই নেত্রী৷ এদিন কমলনাথও বলেন, আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় জোটকে নেতডত্ব দেবেন কিনা, তা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে৷ তবে বিজেপি’কে হারানোর ক্ষমতা রাখেন উনি৷ লোকসভা ভোটের যাবতীয় স্ট্র্যাটেজি তিনি সোনিয়া গান্ধীর সঙ্গেই আলোচনা করে ঠিক করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − thirteen =