বিরোধী জোটের মুখ কে? ‘আমি জ্যোতিষী নই’, বললেন মমতা

বিরোধী জোটের মুখ কে? ‘আমি জ্যোতিষী নই’, বললেন মমতা

4e4fc7035cbd303f23377c2b6155f403

নয়াদিল্লি: জোটের রূপরেখা তৈরি করতে দিল্লিতে মুখ্যমন্ত্রী৷ আজ বিকেলে সোনিয়া গান্ধীর সঙ্গে চা-চক্র বসেন তিনি৷ বৈঠকের আগে মোদীকে বিঁধে তাঁর নয়া স্লোগান, অনেক হয়েছে আচ্ছে দিন, এবার আসবে সচ্চে দিন৷ দিল্লি দখলের দামামা বাজিয়ে তাঁর হুঙ্কার, ‘‘মোদীজির বিরুদ্ধে লড়াই হবে৷ বারাণসী ও অন্যান্য জায়গাতেও যাব৷’’

মিশন ২৪-কে পাখির চোখ করে জোট গড়ার ডাক দিয়েছেন মমতা৷ কিন্তু সেই জোটের মুখ কে হবেন? এই প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি জ্যোতিষ নই৷ যে কেউ হতে পারেন৷ লড়াইয়ের মধ্যে দিয়েই মুখ উঠে আসবে৷ যেই আসুক আমি তাঁকে সমর্থন করব৷ ভবিষ্যতে কে নেতৃত্ব দেবেন, আমি বলতে পারব না৷ সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে কি তার নাম বলা সম্ভব? তবে সকলের সঙ্গে কথা চলছে৷ খুব শীঘ্রই সবটা স্পষ্ট হয়ে যাবে৷’’

আপনি কি জোটের নেতৃত্ব দেবেন? মমতার জবাব, ‘আমি একজন সাধারণ কর্মী৷ কর্মী হিসাবেই কাজ করতে চাই৷’’ বিজেপি বিরোধী জোটের মুখ হিসাবে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে কিনা, তা সময়ই বলবে৷ তবে এখন থেকেই যে তিনি লড়াইয়ের সূচনা করতে চান, তা বলাই বাহুল্য৷ জোট গঠনের ডাক দিয়েই দিল্লি সফর তাঁর৷ আজ সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকেও উঠে আসতে পারে ইতিবাচক বার্তা৷ পাশাপাশি অন্যান্য দলের সঙ্গেও আলোচনা চলছে৷ কথা হচ্ছে লালুপ্রসাদ যাদবের সঙ্গেও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *