বিজেপির বিরুদ্ধে মূর্তি ভাঙার অভি়যোগে ফের সরব ফিরহাদ

বিজেপির বিরুদ্ধে মূর্তি ভাঙার অভি়যোগে ফের সরব ফিরহাদ

2e0c4173870b366022e18f5eb154c09e

কলকাতা: বিদ্যাসাগরের প্রয়ান দিবসেও রাজনীতিতে জড়াল বাংলার যুযুধান প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি৷ উঠে এল বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ৷ বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে কলেজ স্কোয়ারে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রাজ্যের পরিবহনমন্ত্রী তথা কলকাতা প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

সেখানেই ফিরহাদ বলেন, ‘‘বাংলায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বিদ্যাসাগরকে অপমান করা হয়েছে৷ যাঁর জন্য আমাদের বাংলা ভাষায় অক্ষর জ্ঞান হল, সেই মণীষীর মূর্তি ভেঙে ওরা মাটিতে ফেলে দিয়েছিল৷’’ এরপরই ফের বহিরাগতের প্রশ্নে বিজেপিকে তীব্র আক্রমণ করে ফিরহাদ বলেন, ‘‘ বাইরে থেকে আসা এক শক্তি বাংলায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল৷ কিন্তু মূর্তি ভেঙে কখনও এই মহান ব্যক্তিকে অপমান করা যায় না। অপমানকারীদের যোগ্য জবাব দিয়ে ফিরিয়ে দিয়েছেন বাংলার মানুষ৷’’

যা শুনে পাল্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু৷ তিনি বলেন, ‘‘ওদের মুখে সম্মানের কথা মানায় না৷ বাংলায় কোনও উন্নয়ন হয়নি, উলটে মণীষীদের মূর্তিকে সামনে রেখে বেনিয়ম হয়েছে৷ উদ্বোধনের পর সরকার আর মূর্তিগুলোর খেয়াল রাখে না৷ ফলে কাক, পক্ষীর বৃষ্টায় ভরে যায় মণীষীদের মূর্তি৷ এই তো ওদের সম্মানের ধরণ৷’’ ২৯ জুলাই পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩১তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে এই দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে রাজ্য জুড়ে৷ তবে নিম্নচাপের জেরে সকাল থেকে কলকাতা সহ দুই বঙ্গের বিস্তৃর্ণ অঞ্চলে শুরু হয়েছে টানা বৃষ্টি৷ তারই মাঝে বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষ্যেও এদিন যুযুধান প্রতিপক্ষকে দেখা গেল পরস্পরের বিরুদ্ধে সরব হতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *