ভোর থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন, প্রতিবাদে সড়ক অবরোধে বাসিন্দারা

ভোর থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন, প্রতিবাদে সড়ক অবরোধে বাসিন্দারা

124cba1f30dacfb83274887ee5113e3d

 

রায়গঞ্জ: ভোর থেকে লাই দিয়ে দাঁড়িয়েও মিলল না কোভিড ভ্যাকসিন৷ প্রতিবাদে বিক্ষোভ গড়াল রাস্তা অবরোধে৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছাল পুলিশ৷ অবশেষে পুলিশি হস্তক্ষেপে আশ্বাস মেলার পর উঠল অবরোধ৷ শান্ত হলেন বাসিন্দারা৷ তবে ঘটনার পুনরাবৃত্তি হলে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা৷ এদিন উত্তর দিনাজপুরের চোপড়া, রায়গঞ্জ সহ একাধিক জায়গায় ভ্যাকসিন নিয়ে বিক্ষোভ অবরোধ সংগঠিত হয়৷

চোপড়ার দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রের সামনে ভ্যাকসিন না পেয়ে ক্ষুব্ধ হয়ে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষের। তাঁদের অভিযোগ, গত ৬ দিন ধরে তাঁরা ভ্যাকসিন এর জন্য লাইনে দাঁড়িয়ে থাকছেন৷ অথচ ভ্যাকসিন পাচ্ছেন না৷ প্রতিবাদে এদিন জাতীয় সড়ক অবরোধ করার সিদ্ধান্ত নেন তাঁরা৷ অন্যদিকে এদিন রায়গঞ্জে গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভোর থেকে ভ্যাকসিনের জন্য লাইন দিয়েছিলেন সাধারণ মানুষ৷ কিন্তু ভ্যাকসিন কেন্দ্র খোলার পর সাধারন মানুষকে ভ্যাকসিন না দেওয়ায় শুরু হয় বিক্ষোভ৷ উত্তেজনা চরমে পৌছালে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

রায়গঞ্জের বাসিন্দা সনিতা সরকার থেকে চোপড়ার ফজরুল হক বলেন, ‘‘ভ্যাকসিন নিয়ে ব্যাপক কেলেঙ্কারি হচ্ছে৷ আমরা ভোর থেকে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাচ্ছি না৷ এবিষয়ে প্রশাসনের নজরদারি চাই৷ তাই বিক্ষোভ৷’’ যদিও রায়গঞ্জ মেডিক্যাল কলেজে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সব্যসাচী মুখোপাধ্যায় বলেন, ‘‘ভুল বোঝাবুঝি থেকেই সমস্যা হয়েছিল৷ পরে তা মিটিয়ে ফেলা হয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *