উদ্ধারকাজে গতি আনার চেষ্টা, তৈরি হবে জেলার মানচিত্র

উদ্ধারকাজে গতি আনার চেষ্টা, তৈরি হবে জেলার মানচিত্র

3ca6548f795bc9e46e680c4fe0289e00

কলকাতা: রাজ্যে প্রাকৃতিক বা অন্যান্য দুর্যোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ প্রতিটি জেলায় মানচিত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল এ্যাটলাস এন্ড থিমেটিক ম্যাপ অরগানাইজেশন ন্যাটমোকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বলে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি এনডিআরএফ এবং ন্যাটমোর আধিকারিকদের মধ্যে এই সংক্রান্ত বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই বিষয় মুখী রুট ম্যাপে প্রতিটি জেলার রাস্তা, নিকাশি সহ কোথায় কি আছে এবং বিপর্যয় মোকাবিলার সময় কোথা থেকে কি পরিষেবা পাওয়া যাবে তার বিস্তারিত উল্লেখ থাকবে বলে সূত্রের খবর।

বেশ কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে শহর এবং শহরতলীতে। নিম্নচাপের কারণে লাগাতার বৃষ্টি হবার ফলে একাধিক জায়গায় জল জমে গেছে এবং সাধারণ মানুষের দুর্দশা শুরু হয়েছে। বেহালার একাধিক অঞ্চল থেকে শুরু করে দমদম পাতিপুকুর এলাকা, সব জায়গায় প্রায় বুক জল জমে গেছে। হাওড়ার একাধিক এলাকাতেও একই অবস্থা। একে জল জমার সমস্যা অন্যদিকে কারেন্টের সমস্যা, সবমিলিয়ে পরিস্থিতি একেবারে বিভীষিকার। এর আগে একাধিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বহু এলাকা। বেশিরভাগ সময়ে উদ্ধার কাজে আসতে হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। আবার তাদের সাহায্য করেছে সেনাবাহিনী। এই প্রেক্ষিতেই যাতে সমস্যা কম হয়, সেই কারণে পদক্ষেপ করল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কারণ বর্ষাকালের মধ্যে আবার নিম্নচাপের ভ্রূকুটি অবশ্যই সাধারণ মানুষের হয়রানি বাড়াবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *