এবারেও কাটছাঁট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে, তবে রাজ্য বাড়াল সময়

এবারেও কাটছাঁট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে, তবে রাজ্য বাড়াল সময়

কলকাতা: কোভিডের কারণে ২০২০ সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছিল। মাত্র ১৫ মিনিটের অনুষ্ঠান হয়েছিল। এবার অবশ্য কোভিডের ভ্রুকুটি কম। তা স্বত্বেও স্বাধীনতা দিবসের সম্পূর্ণ প্যারেড বা কুচকাওয়াজ এবারও হচ্ছে না। জানা গিয়েছে, এবারেও আগের বারের মতই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আগের বছর পরিস্থিতি একেবারেই অনুকূল ছিল না। তাই মাত্র ১৫ মিনিট অনুষ্ঠান করা হয়েছিল। তবে গত বছরের তুলনায় এবার সময় কিছুটা বাড়িয়ে ৩০ মিনিট করা হয়েছে। যদিও স্বাস্থ্যবিধি মেনেই হবে কুচকাওয়াজ। রেড রোডের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের পারফরম্যান্স থাকবে। এছাড়া পাঁচটি ট্যাবলো থাকবে। তার মধ্যে সদ্য শুরু হ‌ওয়া “লক্ষীর ভান্ডার”, “স্টুডেন্ট ক্রেডিট কার্ড” ট্যাবলো যেমন থাকবে তেমন থাকছে রাজ্য সরকারের অন্যতম সফল “দুয়ারে সরকার” ও “কৃষক বন্ধু” প্রকল্পের ট্যাবলো। পাশাপাশি সরকারের পরবর্তী গুরুত্বপূর্ণ “দুয়ারে রেশন” প্রকল্পের ট্যাবলো‌ ও অন্যতম আকর্ষণীয় বিষয় হিসেবে উপস্থিত থাকবে কুচকাওয়াজে। এমনিতেই তৃতীয় ঢেউ আসার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, অগাস্টের শেষের দিকেই আসতে পারে করোনার নতুন ঢেউ। সেই প্রেক্ষিতেই চূড়ান্ত সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার।

আরও পড়ুন: ‘হার’ নিশ্চিত! রাজ্যসভার নির্বাচনে প্রার্থী দেবে না বিজেপি

তবে আপাতত রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে। যাতে কোনও রকম বাড়াবাড়ি না হয় তার জন্য করোনা নিয়ম বিধি ১৫ অগাস্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সরকার। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৭১১ জন, এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৫ জনের। সংক্রমনের নিরিখে এদিনও শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ১০১ জন। এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা যেখানে একদিনে আক্রান্ত হয়েছে ৭৪ জন। তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং এবং চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। দুই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৭৪ এবং ৬৭। ফলে বাংলার মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৭ হাজার ২৫০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + one =