ওয়াশিংটন: করোনা ভ্যাকসিনের গ্রহণযোগ্যতার জন্য মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন একটি বিশেষজ্ঞ কমিটির আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ টি ভ্যাকসিনের প্রস্তাব দেওয়ার পক্ষে ব্যাপক ভোট দিয়েছেন বিশেষজ্ঞরা। ১৭ জন পক্ষে ভোট দেন। বিপরীতে ভোট পড়েছে ৪টি।
এই কমিটির কাজ বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহ করা। যার ভিত্তিতে ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিনের সুবিধা কী তা জানতে পারবে। এছাড়া ১৬ বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের ব্যবহারের ক্ষেত্রে কোনও ঝুঁকি রয়েছে কিনা তা জানবে। কমিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ, জৈব চিকিৎসক এবং অন্যান্য বিজ্ঞানীরা সহ স্বাধীন বিশেষজ্ঞরা তাঁদের মত প্রকাশ করে জানিয়েছেন জরুরি পরিস্থিতিতে ফাইজার টিকা ব্যবহার করা যাবে। যদিও ব্রিটেন, কানাডা, বাহরিন এবং সৌদি আরব এই ভ্যাকসিনকে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে। বিশ্বের প্রথম ধাপের ক্লিনিকাল ট্রায়াল সম্পন্নকারী এটি প্রথম করোনা টিকা।
রাশিয়ান এবং চিনা ভ্যাকসিনগুলি ইতিমধ্যে বড় আকারে পরিচালিত হচ্ছে। তবে তুলনামূলক ক্লিনিকাল ট্রায়ালগুলি সম্পন্ন না করেই তা বাজারে এসেছে। প্রায় ৪৪ হাজার মানুষকে ফাইজার ভ্যাকসিনের অন্তর্ভুক্ত করে ট্রায়াল করা হয়েছিল। এর সম্পূর্ণ ফলাফল বৃহস্পতিবার নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত হয়েছে। সেখানে নিশ্চিত করা হয়েছে যে ভ্যাকসিনটি কোনও গুরুতর সুরক্ষা সমস্যা না নিয়ে ৯৫ শতাংশ কার্যকর ছিল। ফলে সেখানে কার্যত এই ভ্যাকসিনকে সফল হিসেবে বর্ণনা করা হয়েছিল।
ফাইজার বিজ্ঞানী ক্যাথরিন জানসেন প্যানেলটিকে বলেছেন, RNA প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে এই ভ্যাকসিন। এটি এমন এক পদ্ধতির যা আগে কখনও অনুমোদিত হয়নি। বুধবার ব্রিটেন জানিয়েছে যে মঙ্গলবার দেশটি ভ্যাকসিন নিয়ে অভিযান শুরু করেছে। কিন্তু দুই স্বেচ্ছাসেবী এই ভ্যাকসিনের ফলে অ্যালার্জিতে ভুগছেন। এর জন্য এফডিএ ভ্যাকসিনটি অনুমোদিত হলে এটিতে একটি সতর্কতা লেবেল যোগ করা হবে।