শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের

কলকাতা: লেকটাউন কালিন্দিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় এসএলএসটি(SLST) চাকরিপ্রার্থীরা। ঘটনাস্থলে লেক টাউন থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এর আগে তারা বিকাশ ভবনে শিক্ষা মন্ত্রীর ঘরের সামনে বসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিল।

এসএলএসটি(SLST) চাকরির জন্য ২০১৬ তে পরীক্ষা হয়। ২০১৮ তে মেধা তালিকা বের হয়। মেধাতালিকায় নাম থাকলেও চাকরি পাইনি তারা। চাকরির দাবিতে কলকাতা প্রেস ক্লাবের সামনে ২৯ দিন অনশনে বসেছিল এসএলএসটি চাকরি প্রার্থীরা। সেইসময় মুখ্যমন্ত্রী আশ্বাস দেন মেধা তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেকে চাকরি পাবে। তারপরও দীর্ঘদিন হয়ে গেছে তারা চাকরি পাচ্ছে না এবং তারা সল্টলেকে ১৮৪ দিন ধরে চাকরির দাবিতে আন্দোলন করছে এবং অবিলম্বে তারা চাকরির দাবিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘরের সামনে বসে গিয়ে বিক্ষোভ দেখায় তারা। আজ তারা লেকটাউন কালিন্দিতে শিক্ষা মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের আশ্বাস দেয় পুলিশ। আগামীকাল দুপুর এগারোটা নাগাদ এসএসসি চেয়ারম্যান এর সাথে কথা বলিয়ে দেবে চাকরি প্রার্থীদের। আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ তুলে নেয় চাকরিপ্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 3 =