রাশিয়ান করোনা ভ্যাকসিন ইমিউনিটি দেবে ২ বছর পর্যন্ত! দাবি রিপোর্টে

যারা এই ভ্যাকসিন প্রস্তুত করছে এই দাবি তাদের।

মস্কো: কোন ভ্যাকসিন কতদিন ইমিউনিটি দেবে সে নিয়েও এখন লড়াই শুরু হয়ে গেল বিশ্বের একাধিক দেশের মধ্যে। কারণ কিছুদিন আগে জানা গিয়েছিল মার্কিন সংস্থা ফাইজার আর বায়োনটেকের করোনা ভাইরাস ভ্যাকসিন চার থেকে পাঁচ মাস ইমিউনিটি দিতে পারে। এবার দাবি করা হল, রাশিয়ান করোনাভাইরাস ভ্যাকসিন স্পুটনিক ভি কমপক্ষে দুই বছর পর্যন্ত ইমিউনিটি দেবে। গামালিয়া রিসার্চ সেন্টার, যারা এই ভ্যাকসিন প্রস্তুত করছে এই দাবি তাদের।

রাশিয়ান এই রিসার্চ ইনস্টিটিউটের দাবি, করোনাভাইরাস প্রতিষেধক হিসেবে যে ভ্যাকসিন প্রস্তুত করা হয়েছে সেটি কমপক্ষে দুই বছর পর্যন্ত ইমিউনিটি দেওয়ার ক্ষমতা রাখে। হয়তো এর থেকেও বেশি সময় ইমিউনিটি দিতে পারবে এটি। একইসঙ্গে দাবি করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ফাইজার নির্মিত ভ্যাকসিন কতদিন ইমিউনিটি দেবে তা এখনও বলা সম্ভব নয়। কারণ বিগত কিছু মাসে সেই ভ্যাকসিনের যে তথ্য মিলেছে তাতে স্পষ্ট চার থেকে পাঁচ মাসের বেশি সেই ভ্যাকসিন ইমিউনিটি দিতে পারবে না। কিন্তু রাশিয়ার এই ভ্যাকসিন কমপক্ষে দুই বছর পর্যন্ত ইউনিটে দেওয়ার ক্ষমতা রাখে। একইসঙ্গে দাবি করা হয়েছে, রাশিয়ান এই ভ্যাকসিন ৯৫ শতাংশ পর্যন্ত প্রভাবশালী ছিল ট্রায়াল’ পর্বে। পরবর্তী ক্ষেত্রে তথ্যের বিচারে দেখা গিয়েছে এই ভ্যাকসিন ৯১ শতাংশ কার্যকরী।

উল্লেখ্য, বিশ্বের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিন আবিষ্কার করার দাবি করেছিল রাশিয়া। যদিও সেই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পৃথিবীর অন্যান্য অনেকগুলি দেশ এই ভ্যাকসিনকে সবুজ সঙ্কেত দেয়নি। কারণ দাবি করা হয়েছিল, রাশিয়ায় প্রস্তুত হওয়া এই ভ্যাকসিন ট্রায়ালের সম্পূর্ণ পর্যায় পরীক্ষিত হয়নি। সেই নিয়ে অবশ্য দ্বন্দ্ব থেকেই গিয়েছে, যদিও এখন বিশ্বের অন্যান্য দেশের ভ্যাকসিনের সঙ্গে প্রতিদ্বন্দিতা চালাচ্ছে রাশিয়ান এই ভ্যাকসিন স্পুটনিক ভি।এদিকে, ব্রিটেনের পর আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডায় শুরু হতে চলেছে ফাইজার-বায়োনেটেক করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়ার কাজ। বিশ্বের এই দুটি দেশ স্বাস্থ্যকর্মী এবং প্রবীণ নাগরিকদের জন্য ফাইজার করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়ার জন্য প্রশাসনিক প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − five =