‘হার মেনেছে ৫৬ ইঞ্চি গডফাদার!’ সাংসদদের সাসপেন্ড প্রসঙ্গে অভিষেক

‘হার মেনেছে ৫৬ ইঞ্চি গডফাদার!’ সাংসদদের সাসপেন্ড প্রসঙ্গে অভিষেক

কলকাতা: শান্তনু সেনের পর আজ আরও ৬ জন তৃণমূল কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এই ছয় জন সাংসদদের মধ্যে রয়েছেন, দোলা সেন, নাদিমুল হক, আবীর রঞ্জন বিশ্বাস, শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ এবং মৌসম বেনজির নূর। এনাদের সকলকে আজকের জন্য সাসপেন্ড করা হয়েছে। এই ইস্যুতে মুখ খুলে এবার কেন্দ্রীয় সরকার তো বটেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরোক্ষে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লিখেছেন, ‘সাসপেন্ড করতে পারবে, চুপ করাতে পারবে না। ৫৬ ইঞ্চি গডফাদার ভয় পেয়েছে।’

এদিন সকাল থেকেই একাধিক প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই সাংসদরা। চেয়ারম্যান বারবার তাঁদের অনুরোধ করে নিজের জায়গায় গিয়ে বসার জন্য কিন্তু তারা শোনেননি। ক্রমাগত চেয়ারম্যানের নির্দেশ অমান্য করার ফলেই তাদের এক দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। তবে এই ইস্যুতে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখছেন, ”আমাদের সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ প্রমাণ করে দিচ্ছে যে ৫৬ ইঞ্চির গডফাদার হার মেনেছেন। আপনি আমাদের সাসপেন্ড করতে পারেন কিন্তু চুপ করাতে পারেন না। মানুষের জন্য লড়াই করার জন্য আমরা এক ইঞ্চিও জমি ছাড়ব না। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাব।” 

 

তবে এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস আগেই দাবি করেছিল যে, বেশ কয়েকটি বিল পাস করার অভিসন্ধি রয়েছে কেন্দ্রীয় সরকারের এবং সেই কারণেই তাদের সাংসদদের সাসপেন্ড করা হয়েছে। কারণ বিগত কয়েক দিন ধরেই এই বিল পাস এবং পেগাসাস নিয়ে আলোচনা না করার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার আওয়াজ তুলেছে তৃণমূল কংগ্রেস সাংসদরা। সেই প্রেক্ষিতে তৃণমূল সাংসদের সাসপেন্ড করে দিয়ে আখেরে নিজেদের কাজ হাসিল করতে চায় তারা। আগেই সংসদে যে ভাবে বিল পাশ করা হচ্ছে তাতে তোপ দেগে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছিলেন, ‘সংসদে আইন পাশ হচ্ছে, নাকি পাপড়ি চাট বানানো হচ্ছে!’ তাঁর এই মন্তব্য শুনে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =