খুব শীঘ্রই খুলবে স্কুল! বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

খুব শীঘ্রই খুলবে স্কুল! বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: করোনাভাইরাস তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে দেশে এবং তার থেকে বাদ নেই পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই করোনাভাইরাস নিয়মবিধি কার্যকর রয়েছে বাংলায় যা বহাল থাকবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত। এরই মধ্যে আজ নবান্নের সাংবাদিক বৈঠক করে স্কুল খোলা নিয়ে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন যে স্কুল খোলার চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে রাজ্য সরকার।

এদিন মমতা জানান, পুজোর পরে একদিন অন্তর স্কুল খোলা নিয়ে চিন্তা, ভাবনা চলছে। সবকিছু ঠিক থাকলে হয়তো সেই ভাবেই স্কুল খুলবে রাজ্যে। উল্লেখ্য, আজ নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও সাংবাদিকদের জানান যে, রাজ্য সরকার স্কুল-কলেজ খোলা নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে। এর পাশাপাশি তিনি আরও বলেন, গত বছর কোভিড বিধি ভাল ভাবে প্রয়োগ করা হয়েছে। তেমনই নিয়ম এ বারও জারি থাকবে আশা। যদিও, ‘প্রতিশ্রুতিমতো টিকার পরিমাণ জোগাতে পারছে না কেন্দ্র। পর্যাপ্ত টিকা নেই দেশে।’ এমন মন্তব্য করতে শোনা যায় নোবেল জয়ী বাঙালিকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 3 =