কলকাতা: কেন্দ্রীয় সরকার বাংলাকে পর্যাপ্ত ভ্যাকসিন দিচ্ছে না বলে প্রথম থেকেই আওয়াজ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে আঙ্গুল তুলে সরব হয়েছেন। তাৎপর্যপূর্ণ ব্যাপার, কিছুদিন আগে সংসদের কেন্দ্রীয় সরকারের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয় তাতে স্পষ্ট হয়ে যায় যে সত্যি সত্যিই বাংলাকে অন্যান্য কম জনসংখ্যা বিশিষ্ট বিজেপি রাজ্য থেকে কম ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই ইস্যুতে ফের একবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন তিনি।
এদিন চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, বিজেপি শাসিত রাজ্য গুলি কে অনেক বেশি টিকা দেওয়া হচ্ছে বাংলার তুলনায়। এই রাজ্যের টিকাকরণের গতি ভালো কিন্তু পর্যাপ্ত ঠিকানা না থাকায় অনেক কম মানুষটিকে পাচ্ছে বলে দাবি করেছেন তিনি। এর পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, টিকার সমস্যা নিয়ে বারবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন তিনি কিন্তু আজ পর্যন্ত কোন জবাব মেলেনি। এদিকে উত্তর প্রদেশ থেকে শুরু করে গুজরাট এবং কর্নাটকের মত রাজ্যে বেশি ভ্যাকসিন দেওয়া হচ্ছে বাংলার তুলনায়। আরো একবার স্পষ্টত বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, বাংলা প্রতিদিন কমপক্ষে ১১ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় সেটা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন- পরিমণীর বাড়ি থেকে উদ্ধার বিদেশি মদ ও মাদক, ব়্যাবের আভিযানে আটক অভিনেত্রী
উল্লেখ্য কেন্দ্রীয় তথ্যে উঠে এসেছিল যে, দেশের ৫ রাজ্যকে পশ্চিমবঙ্গের থেকে বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে, যার মধ্যে তিন রাজ্যে জনসংখ্যা বাংলার থেকে কম। এই তিনটির মধ্যে আবার দুটি বিজেপি শাসিত রাজ্য! কেন্দ্র তথ্য বলছে, গুজরাট, কর্ণাটক এবং রাজস্থানকে বাংলার তুলনায় বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে, যাদের জনসংখ্যা বাংলার থেকে কম। এর পাশাপাশি উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রকেও পশ্চিমবঙ্গ থেকে বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। যদিও এই দুই রাজ্যের জনসংখ্যা বাংলার থেকে বেশি।