করোনার টিকা নিলেন জো বিডেন, লাইভ দেখল বিশ্ববাসী

করোনার টিকা নিলেন জো বিডেন, লাইভ দেখল বিশ্ববাসী

নিউ ইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে হোয়াইট হাউস দখল নিয়েছেন ডেমোক্র্যাট জো বিডেন৷ সোমবার করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন ভাবী প্রেসিডেন্ট৷ তাঁর টিকা নেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচারিত হল টিভি-তে৷ এদিন ফাইজারের টিকা নেন ৭৮ বছরের বিডেন৷  

আরও পড়ুন- মহাকাশে বৃহস্পতি-শনির ‘মহাসংযোগ’ ৩৯৭ বছর পর! সাক্ষী থাকলো বিশ্ব

বছর ঘুরতেই শুরু হয়ে যাবে আমেরিকা জুড়ে টিকাকরণ কর্মসূচি৷ তার আগে মানুষের মনে আস্থা জাগিয়ে নিজের শরীরে টিকা নিলেন জো বিডেন৷ প্রসঙ্গত, এক্ষেত্রেও তিনি পিছনে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্পকে৷ কারণ এখনও টিকা নিয়ে উঠতে পারেননি বিদায়ী প্রেসিডেন্ট৷ এদিন টিকা নেওয়ার পর করোনার বিরুদ্ধে লড়াই করার কথা বলেন বিডেন৷ আমেরিকায় সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে মারন করোনা ভাইরাস৷ মৃত্যু হয়েছে ৩ লক্ষ ১৫ হাজারেরও বেশি মানুষের৷ আক্রান্ত ১৭.৫ মিলিয়নেরও বেশি মানুষ৷ আগামী ২০ জানুয়ারি ৭৮ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে তিনি যখন  মার্কিন মুলুকের রাজ্যপাট নিজের হাতে নেবেন, সেই সময় তিনিও থাকবেন হাই রিস্ক গ্রুপের মধ্যে৷ 

আরও পড়ুন- মিলল নতুন  করোনা ভাইরাসের সন্ধান, ইংল্যান্ডে ফের লকডাউন

সোমবার টিকা নেওয়ার পর বিডেন লেখেন, ‘‘আমি আজ করোনা টিকা নিলাম। যাঁরা এই টিকা আবিষ্কার করেছেন, সেই সব বিজ্ঞানী ও গবেষকের কাছে আমি কৃতজ্ঞ। আমার প্রিয় আমেরিকাবাসী, আর কোনও চিন্তা নেই। ভ্যাক্সিন বাজারে এলেই আপনারা তা নিতে পারেন।’’ এদিকে বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামাও জানিয়েছেন তাঁদের করোনার টিকা নিতে কোনও আপত্তি নেই। 

নিউয়ার্কের ক্রিস্টিনা হাসপাতালে ফাইজারের টিকা নেন বিডেন৷ বাম হাতে এই টিকা দেওয়া হয়েছে তাঁকে। ভাবী মার্কিন ফাস্ট লেডি জিলকেও করোনা টিকা দেওয়া হয়েছে। টিকা নেওয়ার সময় তিনি পড়েছিলেন কালো রংয়ের ফুল হাতা গেঞ্জি৷ ক্রিস্টিনা হাসপাতালের এমপ্লয়ি হেলথ সার্ভিসের প্রধান নার্স তাবে মাসা তাঁকে এই টিকা দেন৷ বাইডেন বলেন, “আমার আগে আমার স্ত্রী এই টিকা নিয়েছে। আমি এবং জিল দু’জনেই দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করে রয়েছি। টিকা নিয়ে জিলেরও ভাল লেগেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =